দোয়া

মনের আশা পূরণের দোয়া ও আমল

Share this

মনের আশা পূরণের আমল

ফজরের নামাযের পর একাধারে সাত দিন পর্যন্ত ১১ বার দরূদ শরীফ সাত বার “আয়াতুল কুরসী” এবং সাত বার “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” পাঠ করে হাত উঠিয়ে দোয়া করলে ইন্‌শাআল্লাহ্ যে কোন বাসনা আল্লাহ তা’আলা পূর্ণ করবেন ।

বাড়ী ও শরীর বন্ধনের আমল

চারটি লোহার পেরেকের প্রত্যেকটির উপর তিন বার “সূরা মুয্যাম্মিল” এবং তিন বার “চেহেলকাপ” পড়ে দম করবে। অতঃপর একজন বাড়ীর এক কোণায় আযান দিবে। অন্য একজন নিম্নের দোয়া পড়তে পড়তে একটি পেরেক মাটির নীচে পুঁতে রাখবে, এইভাবে চার কোণায় চারটি পেরেক পুঁতবে। আল্লাহর ফযলে ঐ বাড়ীতে কোন জ্বিন-ভূত প্রবেশ করবে না ।

আরো পড়ুন:- শত্রু দমনের দোয়া ও আমল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *