তওবার দোয়া | তওবার নামাজ
Share this
তওবার নামাজের বিবরণ ও নিয়্যত
কোন মুমিন ব্যক্তি যদি ঘটনাচক্রে কোন গুনাহের কাজ বা কথাবার্তা বলে থাকে কিংবা করে বসে যা কবীরা গুনাহের মধ্যে শামিল হয়ে যায়, তখন দেরী না করে ওযূ করত দু রাকাত নফল নামজ আদায় করবে।
অত:পর তওবা করত, কান্নাকাটি করে আল্লাহর দরবারে গুনাহ মাফীর জন্য দোয়া প্রার্থনা করবে। আর অন্তরে এভাবে শপথ গ্রহণ করবে যে, জীবনে এরুপ কাজ করব না বা বলব না।
এভাবে দোয়া করলে আল্লাহ গাফূরুর রাহীম বান্দার গুনাহখাতা মাফ করে দেবেন, যেহেতু তিনি তওবা কবূলকারী ও ক্ষমাকারী এ সম্পর্কে আল্লাহর রাসূল বলেন,
কখনও কোন বান্দা যদি গুনাহের কার্য করে ফেলে, তবে যে সঙ্গে সঙ্গে ওযূ করে দুরাত নফল নামাজ আদায় করবে এবং তওবা করবে।
তওবার নামাজের নিয়ত বাংলা
আমি ক্বেবলা মুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দু রাকাত তওবার নামাজ আদায় করার নিয়্যত করলাম আল্লাহু আকবার।
আরো পড়ুন: পাঁচ ওয়াক্ত নামাজের সময়