নামাজের নিয়ত ও নিয়তের মূল কথা
Share this
নিয়াত শব্দের অর্থ ইচ্ছা, অভিপ্রায়, উদ্দেশ্য। এ নিয়ত সাধারণত সব সময় মনের সাথেই সম্পৃক্ত। মানুষ উদ্দেশ্য। বিহীন কোন কাজ করে না। মনের মধ্যে যখন কোন কাজ করার ইচ্ছা হয় তখনই সে কাজ করার জন্য সবাই উদ্যোগী হয়।
সুতরাং ইচ্ছা বা নিয়্যত সম্পূর্ণ মনের ব্যাপার। আর মনের ব্যাপার বলেই এর কোন ভাষাগত রূপ নেই। প্রকৃতপক্ষে অন্তরের অভিপ্রায় কি তা আল্লাহ তালা ভালভাবেই জানেন।
মুখে যা কিছু বলা হইক না কেন অন্তরে যদি তা না থাকে ঐ মুখে বলার কোন মূল্য নেই । অতএব যে কোন ব্যক্তি যে কোন কাজের পূর্বে যে ইচ্ছা পোষণ করে সে ইচ্ছাই হল তার নিয়্যত।
অনুরূপভাবে কোন ব্যক্তি ফজরের দুরাকাত সুন্নাত পড়ার ইচ্ছা করে নামাজের জায়গায় দাড়ালে, তার এই দাড়ানের উদ্দেশ্যেই হল দুরাকাত ফজরের সুন্নাতের নিয়াত।
সুন্নাত শেষ করার পর যখন দুরাকাত ফরজ পড়ার উদ্দেশ্যে দাড়াবে তার এই উদ্দেশ্যটাই হবে তার দুরাকাত ফজরের ফরজ নামাযের নিয়্যত।
এভাবে যে কোন ওয়াক্তের নামাজ পড়ার সময় সুন্নত ওয়াজিব এবং ফরজের যত রাকাত নামাজ পড়ার ইচ্ছা করে নামাজের জায়গায় দাড়াবে সেই ইচ্চাটাই হবে সেই নামাজের নিয়াত।
আরো পড়ুন:- কাজা নামাজের নিয়ত