নেক সন্তান লাভের দোয়া
Share this
সন্তান লাভের দোয়া
وه
غْشَاهُ مَوْجٌ مِنْ فَوْقِه لَّجِي بِغُشَا أو كَظُّلُمَاتِ فِى بَحْرٍ مَرْج مِنْ فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ . إذا أخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَنْ لَّمْ يَجَعَلِ الله لَهُ نُوراً
نَما لَهُ مِنْ نور –
উচ্চারণ : আও কাযুলুমাতিন ফী বালিলুজ্জিয়্যিই ইয়াগশাহু মাওজুম্ মিন্ ফাওক্কিহী মাওজুম মিন ফাওক্কিহী সাহাবুন যুলুমাতুন বা‘অদুহা ফাওক্কা বা‘অদ্বিন, ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়ামান লাম ইয়াজ’আলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূরীন ।
নিয়ম : ৪০টি লবঙ্গের মধ্যে প্রতি একটির ওপর সাতবার করে উক্ত দোয়া পাঠ করে ফুঁ দেবে, এভাবে ৪০টির ওপর ফুঁ দেবে। এরপর হায়েয হতে পবিত্র হবার সাথে সাথে প্রতি রাতে শোয়ার সময় উক্ত লবঙ্গ একটি একটি করে পানি ছাড়া খেয়ে স্বামীর সাথে রাত যাপনের পর যথাসাধ্য স্বামী-স্ত্রীর কর্তব্য কাজ সমাধা করবে। এভাবে ৪০ রাতে খাওয়া শেষ হলে ইনশাআল্লাহ্ সন্তান লাভ হবে ।
আরো পড়ুন:- দাম্পত্য জীবনে সমস্যা ও সমাধাদের আমল
সন্তান নষ্ট না হওয়ার দোয়া
اَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانَ وَهَامَة عَيْن لَامَة تَحْصَنَتَ بِحُصْنِ أَلِف أَلِف لأحَولَ وَلاَ هُم
اِلاّ بِاللهِ الْعَلِيِّ الْعَظِيم.
উচ্চারণ ঃ আ’উযু বিকালিমাতিল্লাহিত্ তাম্মাতি মিন কুল্লি শাইত্বানিন ওয়া হামাতিন ‘আইনুন লামাত তাানতা বিহুছনি আলিফ আলিফ লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল ‘আলীয়্যিল ‘আযীম।
নিয়ম : গর্ভবতী মহিলার গলায় উল্লিখিত তাবিজটি ভালভাবে পাক-পবিত্র হয়ে এক টুকরা কাগজে গোলাপ মিশ্রিত মেশক জাফরান কালি দ্বারা লিখে বেঁধে দিলে তার গর্ভের সন্তান নষ্ট হবে না ।
পুত্র সন্তান লাভের দোয়া
اللهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلَّ أُنْثَى وَمَا تَغِيضُ الْأَرْحَامَ وَتَزْدَاد – وكلّ شيءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ – عَالِمُ الْغَيْسِ وَالشَّهَادَةِ الكَبِيرِ الْمُتَعَالِ يَا زَكَرِيَّا أَنَّا نُبَشِّرُكَ
بِغُلامٍ اسْمُهُ يَحْى لَمْ يَجْعَل إِلهُ مِنْ قَبْلِ سَمِبا . يحق
یحی
مريم وعيسى إِبْنا صَالِحًا طَوِيْلَ الْعَمْرِ وَبِحَقِ محمد
صَلّى الله
উচ্চারণ : আল্লাহু ইয়া’অলামু মা তামিলু কুল্লা উনছা ওয়ামা তাগীদুল আরহামা ওয়াতাযদাদু ওয়াকুলু শাইয়্যিন ইন্দাহু বিমিক্কদারিন। ‘আলিমিল গাইবি ওয়াশ্ শাহাদাতিল কাবীরাল মুতা‘আলি ইয়া যাকারিয়্যা আন্না নুবাশিরুকা বেগুলামিন ইসমুহু ইয়াহ্ইয়া লাম ইয়াজ’আল ইলাহু মিন কাবলি সামিয়্যা, বিহাক্কি মারইয়ামা ওয়াঈসা ইবনান ছালিহান ত্বাওয়ালাল ‘উমরি ওয়াবিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামা ।
নিয়ম : যাদের কেবল মেয়ে সন্তান হয় তারা গর্ভস্থিত হবার পর গোলাপের পানি ও জাফরান দ্বারা একটুকরা কাগজে উক্ত তাবিজটি লিখে গর্ভিনীর গলায় বেঁধে দেবে, ইন্শাআল্লাহ্ ছেলে হবে। এছাড়া (ইয়া মাতীনু) পাঠ করে গর্ভিনীর পেটের উপর দিয়ে গোল রেখা টেনে দেবে, ইনশাআল্লাহ শুভ ফল পাবে ।
নেক সন্তান লাভের দোয়া
لى من الصالحين –
رب
উচ্চারণ : রাব্বি হাবলী মিনাস্ সালিহীন ।
অর্থ : হে আমার মালিক! আমাকে তুমি একজন নেক সন্তান দান করো । (সূরা আস্ সাফ্ফাত-১০০)
সন্তানের মঙ্গলের জন্য দোয়া
সন্তানের কল্যাণের জন্য দোয়া
دعاء
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلوةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ
উচ্চারণ : রাব্বিজ্ আ’লনী মুকিমাস্ সালাতি ওয়া মিন যুররিই ইয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ’য়ি ।
অর্থ : হে আমার রব! তুমি আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাযী বান্দা বানাও, হে আমাদের মালিক! আমার দোয়া তুমি কবুল করো। (সূরা ইবরাহীম-৪০)
হেদায়েত লাভের দোয়া
হিদায়াত প্রাপ্তদের দলে শামিল হবার দোয়া
رَبَّنَا امَنهَا فَاكْتَبْنَا مَعَ الشهدين
উচ্চারণ ঃ রাব্বানা আমান্না ফাবনা মাআ’শ্ শাহিদীন ।
অর্থ : হে আমাদের মালিক! আমরা ঈমান এনেছি, তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্যদাতাদের দলে লিখে নাও । (সূরা আল মায়িদা-৮৩)