সিজদায়ে তেলাওয়াতের নিয়ম
Share this
মাসয়ালা : দাঁড়িয়ে আল্লাহু আকবর বলে একটি সিজদা করবে এবং তিনবার সিজদার তসবিহ পড়ে আবার আল্লাহু আকবর বলে উঠে দাঁড়াবে। তবে হাত উঠাতে (বাঁধতে) হবে না। দুই সিজদা করতে হবে না। পুরুষের জন্য “ আল্লাহু আকবর” শব্দ করে বলা ভাল। যদি না দাঁড়িয়ে বসে বসে সিজদা করে বা সিজদা করে বসে থাকে তাও দুরুস্ত আছে।
আরো পড়ুন:- গােসলের সুন্নত | সুন্নাত অনুযায়ী গােসল করার নিয়ম