স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া
Share this
স্মরণশক্তি বৃদ্ধির দোয়া আরবি
رَبِّ زِدْنِي عِلْمًا
স্মরণশক্তি বৃদ্ধির দোয়া বাংলা উচ্চারণ : রাব্বী যিদনী ইলামা
প্রতিদিন নামাযের পর একুশ বার করে পাঠ করলে আল্লাহ্র রহমতে স্মরণশক্তি, মেধাশক্তি এবং এলেম-জ্ঞান বৃদ্ধি পাবে।
আরো পড়ুন:- ৯৯ টি রোগের ঔষধ
স্মরণশক্তি ও জ্ঞান-বুদ্ধি বৃদ্ধির আমল
(১) নিম্নোক্ত দুয়াটি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর এবং নামাজ শুরুর পূর্বে তিনবার করে পড়লে বুদ্ধি-জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মরণশক্তি তীক্ষ্ণ হয় । এমনকি এই আমলের দ্বারা কুরআন হেফজ করা সহজ হয়। দুয়াটি এই-
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ . اللَّهُمَّ اجْعَلْ نَفْسِى مُطمَ
ارْزُقْنِى فَهُمَ النَّبِيِّ
اللَّهُمَّ ـ ـقَائِلَ – وَتَرْضى بِقَضَائِـ تُؤْمِنُ بِلِقَائِكَ ، وَتَرضى لِسَانِي اللَّهُمَّ عَمِّر ـقَربين – اللَّهُم الْمُقَرَّ وَحِفْظ المُرْسَلِينَ وَالمَل بِذِكْرِكَ وَقَلبِي بِخَشْيَتِكَ وَسِرَى بِطَاعَتِكَ وَصَلَّى اللهُ عَلى النّبِيِّ وَالِه وَسَلَّمَ .
(২) নিম্নোক্ত সাতটি আয়াত সাতটি খোরমায় লিখে ধারাবাহিকভাবে একেকটি বৃদ্ধি পায় । খোরমা একেকদিন মোট সাতদিনে সাতটি খালি পেটে ভক্ষণ করলে স্মরণ শক্তি ও বুদ্ধি
(١) رَبّ زِدْنِي عِلْمًا (٢) وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا
(۳) قَالَ لَهُ مُوسَى هَلْ أَتَّبِعُكَ عَلى أَنْ تُعَلّمَنى مِمَّا عُلّمْتَ رُشدًا .
(٤) رَبِّ اشْرَحْ لِى صَدْرِى وَيَسِرْلِى أُمْرِى .
(٥) سَنْقْرِئُكَ فَلَا تَنسى .
(٦) عَلَّمَ الْإِنْسَانَ مَالَمْ يَعْلَمُ . (٧) اَلرَّحْمَنُ عَلَمَ الْقُرْآنَ .
(৩) বৃহস্পতিবার দিবাগত রাতে নতুন বরতনে বৃষ্টির পানিতে আঙ্গুল ভিজিয়ে সত্তর বার করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা ফালাক, সূরা নাস, সত্তর বার নিম্নোক্ত কালাম শরীফ এবং সত্তর বার দরুদ শরীফ পড়ে পানিতে দম করতে থাক। এ সমস্ত পড়ার সময়ে ডান হাতের শাহাদত অঙ্গুলি পানির মধ্যে ঢুকিয়ে রাখবে। পর পর তিনদিন রোযা রাখবে এবং ঐ পড়া পানি দ্বারা ইফতার করবে। আল্লাহ মর্জি কুরআন হেফজ করা সহজ হবে। একবার যা শুনবে তা আর ভুলবে না। এরূপ আমল দ্বারা যে কোনো রোগ-ব্যাধি হতেও আরোগ্য হওয়া যাবে ।
কালাম শরীফ এই—
لَهُ لَهُ إلَهَ إِلَّا لا اله الا اللهُ وَحْدَهُ لاشريك له له الملكُ وَلَهُ الْحَمْدُ
وَيُمِيتُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ .
يحيى
আর সত্তর বার দরুদ শরীফ পড়ে দম করতে থাকবে। এ সময় ডান হাতের শাহাদত অঙ্গুলি পানির মধ্যে দিয়ে রাখবে ও উক্ত পানি দ্বারা ইফতার করবে। এতে কুরআন হেফজ সহজ হয়ে যাবে । যা একবার শুনবে, তা আর ভুলবে না ।
(৪) দুই নং তদবিরের আয়াতসমূহের তাবীজ গলায় বা ডান হাতে বেঁধে রাখলেও বিশেষ ফল লাভ করা যায় ।
(৫) প্রত্যহ একখানা বিস্কুটের উপর সূরা ফাতিহা লিখে খাবে। এই আমল চল্লিশ দিন করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়
গাভীর দুধ বেশি হওয়ার তদবীর
قلوب
উচ্চারণ : সুম্মা কাসাত কুলুবুকুম
এ আয়াত কলমী পত্রে লিখে গাভীকে খাওয়ালে আল্লাহ্ ফজলে দুধ বেশি হবে।