সূরা হাশরের শেষ তিন আয়াত
Share this
সূরা হাশর পবিত্র কুরআনের ৫৯ তম সূরা। সূরা হাশরের শেষ তিন আয়াত অর্থাৎ ২২, ২৩ এবং ২৪ তম আয়াত নিম্নে অর্থসহ উল্লেখ করা হয়েছে।
সূরা হাশরের শেষ তিন আয়াতের অর্থ
সূরা হাশরের শেষ তিন আয়াত এর ফজিলত
এ তিন আয়াতের ফজিলত অত্যন্ত বেশি। রাসুলুল্লাহ (স.) বলেন- যে ব্যক্তি সকালে তিনবার ( আউযু বিল্লাহিস সামিইল আলিমি মিনাশ শাইতানির রাজিম)
পাঠ করার পর সূরা হাশরের শেষ আয়াত তিনটি তিলাওয়াত করবে আল্লাহ তায়ালা তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করে দেবেন। তাঁরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে।
সেদিন সে মারা গেলে শহিদের মৃত্যু লাভ করবে। আর সন্ধ্যাকালে যে ব্যক্তি এভাবে পাঠ করবে সেও এ ফজিলত লাভ করবে। (তিরমিযি)
আরো পড়ুন
- সূরা ইখলাস বাংলা অনুবাদ
- সূরা ফাতিহা বাংলা অনুবাদ
- সূরা কদর বাংলা অনুবাদ
ব্যাখ্যা
এ আয়াতসমূহ আল্লাহ তায়ালার গুণবাচক নামে পরিপূর্ণ। আল্লাহ তায়ালার এসব গুণবাচক নাম তাঁর ক্ষমতা ও পরিচয়ের স্বরূপ প্রকাশ করে । তিনি সর্বশক্তিমান। আসমান জমিন সবকিছুর মালিক। তিন যা ইচ্ছা করেন তাই হয়। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই।
তিনিই একমাত্র ইলাহ বা মাবুদ। আসমান ও জমিনের সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সুতরাং মানুষের উচিত একমাত্র তাঁরই দাসত্ব করা। সর্বাবস্থায় তাঁরই ইবাদত বন্দেগি করা।
আরো পড়ুন: সূরা ইখলাস এর বাংলা অনুবাদ