ইকামত কি ইকামতের বাংলা উচ্চারণ
Share this
ফরয নামায আরম্ভ করার পূর্বক্ষণে একামত বলতে হয়। একামতের বাক্যসমূহ আযানের চেয়ে অপেক্ষাকৃত অল্প আওয়াজের উচ্চারণ করতে হয়। কেবলমাত্র ‘হাইয়্যা আলাল ফালাহ’ বলার পর ‘ক্বাদ কামাতিচ্ছালাহ’ দুই বার বলতে হয়।
জামাতে নামায পড়লে মোক্তাদিগণ মুয়াযযিনের ‘হাইয়্যা আল্লাচ্ছালাহ’ বলার সাথে সাথে দাঁড়িয়ে কাতার সোজা করে এক্বামতের জওয়াব দেয়া মুস্তাহাব। অতঃপর নিয়ত করতে প্রস্তুত হবে ।
আরো পড়ুন: ঈমান কাকে বলে