একজন ইমামের যোগ্যতা
Share this
ইমামতির বিবরণ
জামাতে নামায পড়ার সময় যিনি নামায পড়াবেন তাঁকে ইমাম বলে। আর যারা পেছনে দাঁড়িয়ে নামায পড়বে তাদেরকে মোক্তাদী বলে।
মোক্তাদীমাত্র একজন হলে ইমাম মোক্তাদীর বাম দিকে সামান্য কয়েক অঙ্গুলি অগ্রে দাঁড়াবেন মোক্তাদি একজনের অধিক হলে ইমাম সামনে দাঁড়াবেন, মোক্তাদীগণ কাতার করে পেছনে দাঁড়াবে ।
ইমাম হবার যোগ্য ব্যক্তি
উপস্থিত মোক্তাদিগণের মধ্যে যিনি আলেম এবং কেরাআত সহীহ পাঠকারী হবেন এবং মাসআলা মাসায়েল বেশি জানেন তিনি ইমাম হবে ।
যদি একাধিক আলেম উপস্থিত থাকেন তবে যিনি কোরআন শরীফ অধিক শুদ্ধ এবং সুন্দর ইলহানে পাঠ করেন তিনিই ইমাম হবেন। এর পর যিনি বেশী পরহেজগার, তার পর উত্তম বেশভূষা ও চেহারা বিশিষ্ট ব্যক্তি ইমাম হবেন ।
অন্ধ, জারজ, ফাসেক, বেদআতী, নিন্দুক, নেশা পানকারী প্রভৃতি লোকের পেছনে নামায পড়া মাকরূহ। পাগল. মাতাল. সুদখোর, নাবালেগ হিজরা ও স্ত্রীলোকের পেছনে নামায পড়া নাজায়েয ।
আরো পড়ুন:- দুরূদ শরীফ পড়ার ফযীলত