প্রশ্ন-উত্তর

ঈদুল আযহা

Share this

যিলহজ্ব মাসের দশ তারিখে মুসলমানরা ঈদুল আযহার উৎসব পালন করে থাকেন। এ উৎসব প্রকৃতপক্ষে হযরত ইবরাহীম (আঃ) এর স্মৃতিবাহক।

তিনি তাঁর পুত্র হযরত ইসমাঈল (আ) কে আল্লাহর দরবারে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ তা’আলা সন্তুষ্ট হয়ে হযরত ইসমাইল (আ) কে ছুরির নিচ হতে রক্ষা করেছিলেন।

এটা একটি স্মরণীয় ইতিহাস। এরপর হতেই মানুষের পরিবর্তে আল্লাহর নির্দেশে উট, গরু ইত্যাদি কোরবানি করা হয়। হযরত ইসমাইল (আ) এর এ স্মৃতিবাহক দিনটিকেই ঈদুল আযহা বলা হয় ।

আরো পড়ুন: ঈদের নামাজ পড়ার নিয়ম

ঈদুল আযহার সুন্নাতসমূহ

  • সকালে ঘুম থেকে ওঠা,
  • মেছওয়াক করা,
  • ফজরের নামাযের পর ঈদের নামাযের জন্য গােসল করা,
  • সাধ্যমত নতুন বা পরিচ্ছন্ন কাপড় পরিধান করা,
  • সুগন্ধি ব্যবহার করা,
  • ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে কোন কিছু না খাওয়া,
  • যত তাড়াতাড়ি সম্ভব ঈদগাহের ময়দানে যাওয়া, ঈদের নামায আদায় করা,

নিম্নলিখিত তাকবীর যাত্রা পথে উচ্চ স্বরে পাঠ করা।

বাংলা উচ্চারণ : আল্লাহু আকবার আল্লাহু আকবার লা-ইলা- ইল্লা-হু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লা-হিল হামদ।

আরো পড়ুন: ঈদের নামাজের নিয়ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *