দোয়া

গুনাহ মাফের দোয়া

Share this

গোনাহ্ মাফ চওয়ার দোয়া

ربَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَأَنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَتَكون مِنَ الخسِرين

উচ্চারণ : রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওরা তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন।

অর্থ : হে আমাদের রব! আমরা আমাদের নিজেদের ওপর যুলুম করেছি, তুমি যদি আমাদের মাফ না করো তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাবো। (সূরা আল আ’রাফ-২৩)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

উচ্চারণ : রাব্বানা লা তাআ’লনা মাআ’ল ক্বাওমিয্ যালিমীন অর্থ : হে আমাদের রব! তুমি আমাদেরকে এই যালিম সম্প্রদায়ের অন্তর্ভূক্ত করো না। (সূরা আল আ’রাফ-৪৭)

জাতীয় জীবনে শান্তি চেয়ে দোয়া

ربَّنَا افْتَحْ بَيْنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الفتحين

উচ্চারণ : রাব্বানাফ্ তাহ্ বাইনানা ওয়া বাইনা ক্বাওমিনা বিল হাকি ওরা আনতা খাইরুল ফাতিহীন

অর্থ : হে আমাদের মালিক! আমাদের ও আমাদের জাতির লোকদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দাও, কেননা তুমিই সর্বোত্তম ফয়সালাকারী। (সূরা আল আ’রাফ-৮১)

আরো জানুন:- জান্নাত লাভের দোয়া

যাবতীয় গোনাহ মাফ চাওয়ার জন্য

এভাবে দোয়া করুন

اَللَّهُمَّ اغْفِرْلِي مَا قَدَّمْتُ وَمَا اَخَرْتُ وَمَا اَسْرَرْتُ وَمَا اَعْلَنْتُ وَمَا

أَسْرَفْتُ وما انت الملا إلَهَ إِلَّا أَنتَ.

উচ্চারণ : আল্লা-হুম্মাগফিরলী মা ক্বাদ্দামতু, ওয়ামা- আখারতু ওয়ামা আসরারতু, ওয়ামা আ’লানতা ওয়ামা আসরাফতু, ওয়ামা আনতা আ’লামু বিহী মিন্নী, আনতাল মুকাদ্দিমু, ওয়া আনতাল মু‘আখখিরু লা-ইলাহা ইল্লা আনতা

অর্থ : হে আল্লাহ্! আমি যেসব গোনাহ অতীতে করেছি এবং যা পরে করেছি এর সমস্তই তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করো সেই গোনাহসমূহ যা আমি গোপনে করেছি আর যা প্রকাশ্যে করেছি, ক্ষমা করো আমার সীমালঙ্ঘন জনিত গোনাহসমূহ এবং সেইসব গোনাহ যে গোনাহ সম্বন্ধে তুমি আমার থেকেও অধিক বেশি জানো। তুমি যা চাও আগে কারো এবং তুমি যা চাও পরে কারো। আর তুমি ব্যতীত দাসত্ব লাভের যোগ্য কোনো মাবুদ নেই । (মুসলিম)

সঠিকভাবে আল্লাহর গোলামী করার জন্য এভাবে বলুন সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, নবী করীম সালাম তার একদা হযরত মুয়াজ ওয়াসারাম

(রাঃ)-এর হাত ধরে বললেন : হে মুয়াজ! আল্লাহ্র কসম, আমি তোমায় ভালবাসি। তারপর বললেন : হে মুয়াজ! আমি তোমায় অসিয়ত করছি, প্রত্যেক নামাজের পর তুমি নিম্নোক্ত কালামসমূহ পড় ঃ ই দোয়া পড়ন

اللهم أعِنِّي عَلى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ .

উচ্চারণ : আল্লাহুম্মা আ’ইন্নী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুনি ইবাদাতিক।

অর্থ : হে আল্লাহ! তোমার যিকর, শুক্র ও সুন্দর ইবাদাতের ব্যাপারে তুমি আমায় সহায়তা কর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *