দোয়া

ঝড় তুফানের দোয়া বাংলা উচ্চারণসহ

Share this

ঝড় বা প্রবল বাতাস দেখা দিলে এভাবে দোয়া করুন

مِنْ شَرِّهَا – اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوْذُبِكَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা, ওয়া আ’য়ুযুবিকা মিন শার্রাহা ।

অর্থ : হে আমার মালিক! আমি তোমার কাছে ঝড় ও বাতাসের কল্যাণটুকু চাই, আর আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এর অনিষ্ট হতে।

মেঘের গর্জন শুনলে এভাবে দোয়া করুন

আবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা বন্ধ করে দিতেন এবং কুরআন মজীদের এই আয়াত পাঠ করতেন-

سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلائِكَةُ مِنْ خيفته –

উচ্চারণঃ সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা‘দু বিহামদিহি ওয়ালমালাইকাতু মিন খাফাতিহি ।

অর্থ : পাক পবিত্র সেই মহান সত্তা যার পবিত্রতার মহিমা বর্ণনা করে তাঁর প্রশংসার সাথে মেঘের গর্জন এবং ফেরেস্তাগণও তাঁর মহিমা বর্ণনা করে তাঁর ভয়ে ভীত হয়ে । (মুয়াত্তা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *