দোয়া

নামাজের দোয়া সমূহ

Share this

জায়নামাযে দাঁড়িয়ে পড়ার দোয়া-

اني وجهت وجهى لِلذِى فطرَ السَّمَوتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا من المشركين .

উচ্চারণ : ইন্নী অজ্জাহতু অজহিয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি আরদা হানীফাঁও অমা আনা মিনাল মুশরিকীন।

অর্থ ঃ আমি তাঁর দিকেই চেহারা ফিরালাম যিনি আকাশ-পৃথিবী সৃজন করেছেন এবং আমি কখনও মোশরেকদের অন্তর্গত নই ।

উচ্চারণ : আল্লাহু আকবার । অর্থ : আল্লাহ মহান ।

তাকবীর

উচ্চারণ : সুবহানাকা আল্লাহুম্মা অবিমাদিকা অতাবারাকাসমুকা ওয়া তা’আলা জাদ্দুকা অলা-ইলাহ গাইরুকা।

অর্থ ঃ হে আল্লাহ! তুমি মহান পবিত্র, তুমি প্রশংসাময় তোমার নাম বরকতময়, তুমি ভিন্ন কেউ উপাস্য নাই ।

তাআওউয

উচ্চারণ : আউযু বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম

অর্থ : বিড়াড়িত শয়তানের প্ররোচনা হতে মুক্তি পাবার জন্য আল্লাহ তা’আলার নিকট সাহায্য প্রার্থনা করছি।

তাসমিয়া

উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহীম।

অর্থ : পরম করুণাময় দয়ালু আল্লাহ তা’আলার নামে আরম্ভ করছি।

দ্রষ্টব্য : জামায়াতে ইমাম ও একাকী নামায পাঠকারীকে প্রত্যেক নামাযে তাহরীমা বাঁধার পরে মনে মনে ছানা, তাআউয ও তাসমিয়া পড়তে হয়, মোক্তাদিগণকে কেবলমাত্র ছানা পাঠ করতে হয়, তাআওউয ও তাসমিয়া পাঠ করতে হয় না ।

রুকুর তাসবীহ

سُبْحَانَ رَبِّيَ العَظِيمِ

উচ্চারণ : সুবহানা রাব্বিয়াল আযীম ।

অর্থ ঃ আমার আল্লাহ মহান ও পবিত্র। (আমি মহান প্রভূর তাসবীহ পাঠ করছি।)

তাসমি

مِعَ اللهُ لِمَن حَمِده

উচ্চারণ : সামিআল্লাহু লিমান হামিদাহ ।

অর্থ : কেউ আল্লাহ তা’আলার প্রশংসা করলে তিনি তা শ্রবণ করেন ।

তাহমীদ

ربنا لك الحمد

উচ্চারণ : রাব্বানা লাকাল হামদ

অর্থ : হে আল্লাহ! যাবতীয় প্রশংসা তোমার জন্য ।

সেজদার তাসবীহ

سُبْحَانَ رَبّى الاعلى

উচ্চারণ : সুবহানা রাব্বিয়াল আ’লা।

অর্থ : আমার আল্লাহ উচ্চ ও পবিত্র। (আমি সর্বশ্রেষ্ট প্রভূর তাসবীহ পড়ছি।)

আরো পড়ুন:- দোয়া কবুল হওয়ার আমল

নামাজের বিবরণ

ইস্লাম আল্লাহ তা’আলার মনোনীত ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। নামায শান্তির ধর্মের প্রধান খাম্বা বা খুঁটি। নামায হযরত আদাম (আঃ)-এর যামানা হতে প্রতি যুগেই একত্ববাদীদের মধ্যে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু তখনকার নামাযের নিয়ম-কানুন অন্য রকম ছিল । আমাদের মত শৃংখলাবদ্ধ ও নির্ধারিত নিয়মে পড়তেন না ।

নামাজের উদ্দেশ্য

নামায মানুষের প্রতি আল্লাহ তা’আলার একটি মহান দান । আল্লাহ রাব্বুল আলামীন কালামে মজীদে ফরমান-

إِنَّ الصَّلوةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ

উচ্চারণ- ইন্নাচ্ছালাতা তানহা ‘আনিল ফাহশায়ি অল মুনকার ।

অর্থ-  নামায মানুষকে অশ্লীল ও দুষ্কর্ম হতে বিরত রাখে ।

তাছাড়া নামায মানুষের অন্তরে আল্লাহর মহব্বত পয়দা করে। মানুষের স্বাস্থ্য রক্ষা করে, চরিত্র সংশোধন করে, মানুষকে ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু ও কর্মঠ করে, মানসিক শান্তি প্রদান করে, অলসতা দুর করে, রোগ-ব্যাধি নিবৃত্ত করে।

নামাযই মানুষকে আল্লাহর নৈকট্য লাভ করায়, বিশ্ব ভ্রাতৃত্ব ও সাম্যের আবশ্যকতা বুঝিয়ে দেয়। নামাযী দুনিয়ার চেয়ে আখেরাতকে অধিক ভালবাসতে অভ্যস্ত হয়।

অজ্ঞান, উন্মাদ ছাড়া প্রত্যেক সাবালেগ পুরুষ ও স্ত্রীলোকের প্রতি নামায পড়া ফরয। মনোযোগ সহকারে না পড়লে নামাযের স্বাদ আস্বাদন করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *