দোয়া

নামাজের মোনাজাত বাংলা উচ্চারণ ও অর্থসহ

Share this

মোনাজাত

উচ্চারণ ঃ রাব্বানা আতিনা ফিদ্দুন ইয়া হাসানাতাওঁ য়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়াকিনা আযাবান্নার। আল্লাহুম্মাগফির লী ওয়ালিওয়ালি দাইয়্যা ওয়ালিজামীয়িল মু’মিনাতি ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাতি বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন ।

অর্থ : হে পালনকর্তা! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ ও আখিরাতে কল্যাণ দান কর এবং দোযখের আগুন হতে বাঁচাও। হে আল্লাহ! আমাকে আমার মাতাপিতা ও সমস্ত ঈমানদার পুরুষ, স্ত্রীলোককে তোমার অনুগ্রহে ক্ষমা কর, হে মহান দয়ালু!

আরো পড়ুন:- মুনাজাতে মাকবুল বাংলা উচ্চারণ ও অর্থসহ

পাচ ওয়াক্ত নামাযের পর তাসবীহ

নির্দিষ্ট নামায আদায়ের পর নিম্নে বর্ণিত তাসবীহসমূহ একশতবার করে পাঠ করবে। এতে ইহকালীন ও পরকালীন অশেষ কল্যাণ নিহিত আছে ।

ফজর

هو الحى القيوم

উচ্চারণ : হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ।

অর্থ : তিনি (আল্লাহ তা’আলা) চিরঞ্জীব ও চিরস্থায়ী।

জোহর

هو العلى العظيم

উচ্চারণ : হুয়াল আলিয়্যুল আযীম । অর্থ : তিনি (আল্লাহ), শ্রেষ্ঠ ও মহান।

আছর

الرَّحْمَنُ الرَّحِيمُ

উচ্চারণ : হুয়াল রাহমানুর রাহীম । অর্থ : তিনি দয়াময় করুণাময় ।

মাগরিব

الرَّحِيم الغفور الرح

উচ্চারণ : হুয়াল গাফুরুর রাহীম ।

অর্থ : তিনি ক্ষমাশীল ও দয়াময় ।

এশা

هُوَ اللطيف الخبير

উচ্চারণ : হুয়াল্লাত্বীফুল খাবীর।

অর্থ : তিনি (আল্লাহ) পবিত্র ও অতি সতর্ক।

এছাড়া “সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ আকবার” প্রত্যেক ওয়াক্ত নামাযের পর একশতবার করে পড়লে যথেষ্ট সওয়াব ও রুজি-রোজগারে বরকত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *