দোয়া

বৃষ্টির জন্য দোয়া বাংলা উচ্চারণসহ

Share this

বৃষ্টির প্রয়োজন হলে এভাবে দোয়া করুন

اللهُمَّ أسْقِنَا عَيْنًا مُغِيْنًا مَرِيئًا مَرِيعًا ، نَافِعًا غَيْرَ

ضار، عاجلاً غَيْرَ اجل

উচ্চারণ : আল্লাহুম্মাসকিনা গায়ছান মুগীছান মারীয়ান মারিয়া।

নাফিরান গায়রা দ্বাররিন আজিলান গায়রা আজিল ।

অর্থ : হে আমার মালিক! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করো যা সুপেয়ো, ফসল উৎপাদনকারী, কল্যাণকর, ক্ষতিকর নয়, দ্রুত যা আসবে, বিলম্ব করবে না । (আবু দাউদ)

আরো পড়ুন:- বিপদ থেকে মুক্তির দোয়া

বৃষ্টি হতে থাকলে এভাবে দোয়া করুন

اللَّهم صَيِّبًا نَافِعًا .

উচ্চারণ : আল্লাহুম্মা ছাইয়িবান নাফিআ’ ।

অর্থ : হে আমার মালিক! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষাও। (বোখারী ফতহুলবারী)

বৃষ্টি বর্ষণের পর এই দোয়া পড়ুন

ورحمته. مُطِرْنَا بِفَضْلِ اللهِ

ور

উচ্চারণ : মুত্বিরনা বিফাদ্বলিল্লাহি ওয়া রাহ্মাতিহ্।

অর্থ : আল্লাহর ফযল ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে ।

(বোখারী, মুসলিম)

بعنا

অতি বৃষ্টি দেখা দিলে

এভাবে দোয়া করুন

اللهم حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللهم على الانام

والظراب وبطراب، وبطون الأودية، وَمَنَابت الشجرِ

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়ালায়না ওয়া লা‘আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়ায্যারাবি ওয়াবুতুনিল আওদিয়াতি ওয়ামানাবিতিশ শাজার ।

অর্থ : হে আমার মালিক! আমাদের পাশ্ববর্তী এলাকায় বর্ষণ করো, আমাদের ওপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে ও পাহাড় পর্বতে, উপত্যকা ১৯ঞ্চলে এবং বনাঞ্চলে বর্ষণ করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *