দোয়া

মুনাজাতে মাকবুল বাংলা উচ্চারণ ও অর্থসহ

Share this

মুনাজাতে মকবুল

رَبِّ إِنِّي أَعْرَذُ بِكَ أَنْ اسْتَلْكَ مَا لَيْسَ لِى بِهِ عِلْمٌ وإِلَّا تَغفِر لى

وَتَرْحَمْنِى أَكُن مِّنَ الْخَسِرِينَ .

اكز

উচ্চারণ : রাববি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লী বিহী উলমুওঁ ওয়া ইল্লা তাগফির লী ওয়া তারহাম নী আকুস্মিনাল খাসিরীন।

অর্থ : হে আমার পালনকর্তা! আমি আপনার আশ্রয় চাই সে বিষয়ে আপনার কাছে প্রার্থনা করা থেকে, যে বিষয় আমার জানা নেই । আপনি যদি আমাকে দয়া না করেন তা হলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। -(সূরা হুদ-৪৭)

رَبِّ ارحمهما كمـ

ربيني صغير

উচ্চারণ : রাববিরহামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা।

অর্থ : হে আমার প্রতিপালক! তাদের (মাতা-পিতা) প্রতি রহমত করুন, যেমন করে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। -(সূরা বনী ইসরাঈল-২৪)

قبل دع رَبِّ اجْعَلَنِي مُقِيمَ الصَّلوة ومِنْ ذُرِّيَّتِى رَبَّنَا

উচ্চারণ : রাব্বি জআলনী মুক্বীমা চ্ছালাতি ওয়া মিন যুররিয়্যাতী, রাব্বানা ওয়া তাকাব্বাল দোআ ।

অর্থ : হে আমার পালনকর্তা! আমাকে ও আমার সন্তান সন্তুন্তিকে নামায কায়েমকারী বানিয়ে দিন। হে আল্লাহ! আমার দোআ কবুল করুন। -(সূরা ইবরাহীম-৪০)

رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشيطينِ وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ تَحْضُرُونَ .

উচ্চারণ : রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতীনি ওয়া আউযু বিকা রাব্বি আই ইয়াহ্দুরুন ।

অর্থ : হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার নিকট আশ্রয় চাই। আর হে আমার প্রভু! সে (শয়তান) আমার নিকট আসবে তা থেকেও আপনার আশ্রয় চাই। -(সূরা মু’মিনূন-৯৭-৯৮)

উচ্চারণ ঃ রাব্বানা ওয়াজ আলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন ঘুরিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা, ওয়া আরিনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম

অর্থ : হে আমাদের রব! আমাদের উভয়কে আপনার অনুগত করুন, আর আমাদের বংশধর থেকেও আপনার অনুগত দল সৃষ্টি করুন।

আমাদেরকে আপনি আপনার এবাদতের নিয়ম শিকিয়ে দিন এবং আমাদের দোষত্রুটি ক্ষমা করুন। আপনি নিশ্চয়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী । -(সূরা বাকারা-১২৮)।

উচ্চারণ : রাব্বিশ রাহলী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়াহলুল উকদাতাম মিল্লিসানী ইয়াফকাহু কাওলী ।

অর্থ : হে আমার পালনকর্তা! আপনি আমার বক্ষ খুলে দিন, আমার কাজ আমার জন্য সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যেন লোকেরা আমার

উচ্চারণ : রাব্বি লা তাযারনী ফারদাওঁ ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন ।

অর্থ : হে আমার পালনকর্তা! আমাকে একাকী রেখো না, সর্বোত্তম উত্তরাধিকারী

أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ ربِّ اور عنى ان اشكر نعمتك وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْصُهُ وَأَصْلِحُ لِي فِي ذُرِّيَّتِى إِنِّي تُبْتُ إِلَيْكَ وانِى مِن المُسلِمِينَ .

উচ্চারণ : রাব্বি আওযিনী আন আশকুরা নিমাতিকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ’মালা ছোয়ালিহান তারদাহূ ওয়া আসলিহ লী ফী যুররিয়্যাতী ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন ।

অর্থ : হে আমার পালনকর্তা! তুমি আমাকে তওফীক দাও, যাতে আমি তোমার সেসব অনুগ্রহের শোকর আদায় করি যা তুমি আমাকে এবং আমার পিতা-মাতাকে দান করেছ।

আর যেন এরূপ সৎকাজ করি যাতে তুমি সন্তুষ্ট হও এবং আমার সন্তানকেও সৎ বানিয়ে আমাকে সুখ শান্তি দাও। নিশ্চয় আমি তওবা করলাম এবং আমি অনুগত অবনত বান্দাদের শামিল আছি। -(সূরা আহকাফ-১৫)

رَبِّ انْزِلَنِي مُنزَل لا مُّبْركًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ .

উচ্চারণঃ রাব্বি আনযিলনী মুনযালাম মোবারাকাওঁ ওয়া আনতা খাইরুল মুনযিলীন । অর্থ : হে আমার পালকনকর্তা! আমাকে বরকতপূর্ণ স্থানে অবতরণ করান; আপনিই

رَبَّنَا افرغ علينا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الكَفِرِينَ .

উচ্চারণ : রাব্বানা আফরিগ আলাইনা ছাবরাওঁ ওয়া সাব্বিত আকদামানা

ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরীন।

অর্থ ঃ হে আমাদের পালনকর্তা! আমাদের অন্তরে ধৈর্য সৃষ্টি করে দিন এবং আমাদের পদক্ষেপ সুদৃঢ় রাখার আর আমাদেরকে কাফের দলের বিরুদ্ধে সাহায্য করু।-(সূরা

رَبِّ اغفر وارحم وانتَ خَيْرُ الراحِمِينَ .

وَارْحَمْ

উচ্চারণ : রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন।

অর্থ : হে আমার প্রতিপালক! মাফ করুন, রহম করুন, আপনি সব দয়াবান হতেও

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْأَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ .

উচ্চারণ ঃ রাব্বানা আতিনা ফিদদুনইয়া হাসানাতওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়া কিনা আযাবান নার।

অর্থ : হে আমাদের পালনকর্তা! আমাদেরকে এই দুনিয়ায়ও কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে

و الحِقْنِى بِالصّالِحِينَ . رَبِّ هَبْ لِى حُحْكَمًا وَ الْحِقْنِ

উচ্চারণ : রাব্বি হাব লী হুকমাওঁ ওয়া আলহিকনী বিছ ছালিহীন।

অর্থ : হে আমার পালক! আমাকে জ্ঞান বুদ্ধি দান করুন। আর আমাকে পরহেজগার লোকদের সাথে মিলিত করুন।-(সূরা শোআরা-৮৩)

نى واهلى مما يَعْمَلُونَ . رَبِّ نجنى واهلى

উচ্চারণ : রাব্বি নাজ্জিনী ওয়া আহলী মিম্মা ইয়ামালুন।

অর্থ : হেআমার রব! আমাকে ও আমার পরিবার-পরিজনকে এই লোকদের খারাপ

اَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى ـتى كَ الَّتِـ رَبِّ أَوْزِعْنِى ان اشكُرَ نِعْمَتَا وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرضَهُ وَادْخِلْنِى بَرْحَمَتِكَ فِى

عِبَادِكَ الصَّالِحِينَ .

ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ’মালা ছালিহান তারদাহূ লী ওয়া আদখিলনী বিরাহমাতিকা ফী ইবাদিকাস ছালিহীন ।

উচ্চারণ : রাব্বি আওযিনী আন আশকুরা নি’মাতাকাল্লাতী আনআমতা আলাইয়া

অর্থ ঃ হে আমার পালনকর্তা! আমাকে নিয়ন্ত্রণ করে রাখুন, আপনি আমার ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছেন আমি যেন তার শোকর আদায় করি এবং এমন নেক আমল করি যা আপনার পছন্দ হয় । আর আপনার রহমতে আমাকে আপনার নেক বান্দাগণের অন্তর্ভুক্ত করুন । -(সূরা নামল-১৯)

উচ্চারণ ঃ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামীউল আলীম ।

অর্থ : হে আমাদের পালনকর্তা! আমাদের এই কাজ আপনি কবুল করে নিন;

নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন । (বাকারা-১২৭),

رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى فَاغَفَرَ لِى .

উচ্চারণ : রাব্বি ইন্নী যালামতু নাফসী ফাগফির লী।

অর্থ : হে আমার পালনকর্তা! আমি আমার নিজের উপর জুলুম করেছি সুতরাং

بل

رب نجنِى مِن القومِ الظَّلِمِينَ .

উচ্চারণ : রাব্বি নাজ্জিনী মিনাল কাওমিয যোয়ালিমীন।

অর্থ : হে আমার রব! আমাকে জালেমদের থেকে রক্ষা করুন ।

আরো পড়ুন:- তওবার দোয়া | তওবার নামাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *