সূরা

সূরা কদর | সূরা কদর অনুবাদ

Share this

সূরা আল কদর আল-কুরআনের অত্যন্ত মর্যাদাসম্পন্ন সূরা। এটি মক্কা নগরীতে অবর্তী হয়। এর আয়াত সংখ্যা পাঁচটি। সূরা আল-কদর কুরআন মজিদের ৯৭তম সূরা । এ সূরায় লাইলাতুল কদর-এর ফজিলত নর্ণনা করা হয়েছে।

এ সূরায় লাইলাতল কদর শব্দটি মোট তিনবার এসেছে। এর কাদর শব্দ থেকে এ সূরার নাম রাখা হয় সূরা আল-কাদর।

সূরা কদর অনুবাদ

সূরা কদর অনুবাদ

আরো পড়ুন

  • সূরা ফাতিহা বাংলা অনুবাদ
  • সূরা ইখলাস বাংলা অনুবাদ

শানে নুযুল

একদা রাসুলুল্লাহ্ (স.) বনি ইসরাইলের এমন একজন লোক সম্পর্কে আলোচনা করছিলেন, যিনি সমস্ত রাত ইবাদতে লিপ্ত থাকতেন এবং সারা দিন জিহাদ করতেন।

এভাবে এক হাজার মাস যাবৎ অবিরাম আল্লাহ তায়ালার ইবাদতে মগ্ন থাকেন। এ বিবরণ শুনে সাহাবিগণ বিস্ময় প্রকাশ করলেন। অত:পর নিজেদের মধ্যে এ নিয়ে আফসোস করতে লাগলেন।

সাহাবিগণ ভাবলেন- আমরা এক হাজার মাস ইবাদত করার সুযোগ পাব না । অথচ পূর্ববর্তীগণ বহু বছর বেচে থাকতেন। বেশি দিন ইবাদত করার সুযোগ পেতেন।

ফলে আমরা ইবাদতের সাওয়াবে কোনো দিন তাদের সমান হতে পারব না্ সাহাবিগণের আফসোসের পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা এ সূরা নাজিল করেন।

এতে তিনি জানিয়ে দেন যে, লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম।

ব্যাখ্যা

লাইলাতুল কাদর বা কাদরের রাত অত্যন্ত মর্যাবান ও মহিমান্বিত রাত। আল্লাহ তায়ালা এ রাতেই পবিত্র কুরআন নাজিল করেন। এ রাতের ইবাদত হাজার মাস একাধারে ইবাদত করার চেয়ে উত্তম। এক হাজার মাস ৮৩ বছর ৪ মাসের সমান।

আমাদের আয়ুষ্কাল খুবই সীমিত । এ অবস্থায় এ রাতে ইবাদত করলে আমাদের নেকির পরিমাণ অনেক বেড়ে যায়। এটি আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামত স্বরূপ।

এ রাতে আল্লাহ তায়ালা ফেরেশতাকে রহমত, বরকত ও শান্তির সওগাত দিয়ে প্রেরণ করেন। এ রাতের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ-শান্তি ও রহমত বিরাজ করতে থাকে।

শিক্ষা: এ সূরা থেকে আমরা নিম্নোক্ত শিক্ষা পাই

# লাইলাতুল কাদর অত্যন্ত মহিমান্বিত রাত

# এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম।

# এ রাতে ফেরেশতাগণ শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়াতে নেমে আসেন।

# এ রাতে সারাক্ষণ শান্তি ও রহমত বর্ষিত হয়।

আমরা যথাযথভাবে লাইলাতুল কাদর উদযাপন করব। বেশি বেশি নফল ইবাদ বন্দেগি করব। এ রাতের সামান্য সময়ও আমরা ইবাদত না করে কাটাব না।

তাহলে আমরা হাজার মাসের ইবাদত অপেক্ষা বেশি সাওয়াব লাভ করব। আল্লহ তায়ালা আমাদের জীবনে শান্তি ও কল্যাণ দান করুন।

আরো পড়ুন:- সূরা নাস এর বাংলা অনুবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *