অভাব দূর করার দোয়া
Share this
ধন সম্পদ লাভের তদবির
প্রত্যহ এশার নামাজের বাদে এগার বার দরুদ শরীফ পড়ে চৌদ্দবার ‘ইয়া ওয়াহ্হাবু’ নামটি পড়ে পুনরায় এগার বার দরুদ শরীফ পড়বে। তারপর একশতবার নিম্নোক্ত দোয়াটি পড়বে-
يَا وَهَّابُ هَبْ لِى مِنْ نَعْمَةِ الدُّنْيَا وَالْآخِرَةِ اِنَّكَ أنتَ الْوَهَّابُ .
এই আমলে ফলে আল্লাহর রহমতে অচিরেই সে বহু সম্পদের মালিক হবে ।
আরো পড়ুন:- ঋণ থেকে মুক্তির দোয়া বাংলা উচ্চারণ সহ
দারিদ্রতা দূর করার জন্য এভাবে দোয়া করুন
اللهم إنى أعُوذُبِكَ مِنَ الكُفْرِ وَالْفَقْر – وَأَعُوذُ
أَنْتَ
بك من عذاب القبر – لا إله إلا أنت
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুরি, ওয়াল ফাকরি ওয়া আউ’যুবিকা মিন ‘আযাবিল ক্বারি, লা-ইলাহা ইল্লা আন্তা ৷
অর্থ : হে আমার মালিক! আমি তোমার আশ্রয় চাচ্ছি, কুফুরী এবং দারিদ্রতা হতে, আমি তোমার আশ্রয় চাচ্ছি কবর আযাব থেকে, তুমি ব্যতীত দাসত্ব লাভের যোগ্য কোনো মাবুদ নেই। (সকাল-সন্ধ্যায় তিনবার পাঠ করবে।) (আবু দাউদ, আমদ)
আল্লাহর প্রতি নির্ভর করার জন্য এভাবে দোয়া করুন
যে ব্যক্তি এই দোয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পাঠ করবে দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা-ভাবনার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন ।
حسبِيَ اللهُ لا إِلَهَ إِلا هُوَ عَلَيهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ.
উচ্চারণ : হাবি ইয়াল্লাহু লা-ইলাহা ইল্লাহুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আ’রশির আ’যিম ।
অর্থ : আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত দাসত্ব লাভের যোগ্য কোনো ইলাহ্ নেই, আমি তাঁর উপর নির্ভর করি, তিনি মহান আরশের সৃষ্টির অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য এভাবে দোয়া করুন
أعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ –
উচ্চারণ : আউযু বিকালিমা তিল্লাহিত্ তাম্মাতি মিন শাররি মা খালাক । অর্থ : আল্লাহর পূর্ণ গুণাবলীর বাক্য দ্বারা তাঁর কাছে আমি অনিষ্টকর সৃষ্টির অপকার থেকে আশ্রয় চাচ্ছি। (তিনবার বলতে হবে) (মুসলিম,
দুনিয়া ও আখিরাতে যাবতীয় বিপদ থেকে মুক্ত থাকার জন্য এভাবে দোয়া করুন
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ – اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ – فِي دِينِي وَدُنْيَاى – – وَأَهْلِي وَمَالِى- اللهم استر عورتي وآمن روعاتي اللهُمُ الْحَفْظنِى مِنْ بَيْنَ يَدَي وَمِن خَلْفِى – وعن يميني – وَعَنْ شمَالى- ومن فَوقَى – وَأَعُوذُ بعظمتك
أنْ اُغْتَالَ من تحتي مِنْ تَحْتِى
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আস্আলুকাল ‘আয়া ওয়াল ‘আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাতি আল্লাহুম্মা ইন্নী আস্’আলুকাল আয়া ওয়াল
“আফিয়াতা ফী দ্বীনী ওয়াদুন্ইয়া ওয়া আলী, ওয়ামালী আল্লাহুম্মাস্তুর ‘আউবাতী ওয়ামিন রাও আতী । আল্লাহুম্মাফ্ফানী মিম্ বাইনি ইয়াদাইয়্যা ওয়ামিন খালফী ওয়া ‘আন ইয়ামীনী ওয়া ‘আন্ শিমালী ওয়া মিন ফাউকী,
ওয়া আ’ঊযু বি’ আযামাতিকা আন উতালা মিন তাতী ৷
অর্থ : হে আমার মালিক! আমি তোমার কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা কামনা করছি। হে আমার মালিক! আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং স্বীয় দ্বীন ও দুনিয়ার নিরাপত্তা কামনা করছি, হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি ক্ষমার আর কামনা করছি আমার দ্বীন ও দুনিয়ার, আমার পরিবার পরিজনের এবং আমার সম্পদের নিরাপত্তার । হে আল্লাহ! তুমি আমার গোপন দোষ ত্রুটি সমূহ ঢেকে রাখো, চিন্তা ও উদ্বিগ্নতাকে শান্তি ও নিরাপত্তায় রূপান্তরিত করে দাও। হে আল্লাহ! তুমি আমাকে নিরাপদে রাখো আমার সম্মুখের বিপদ হতে এবং পশ্চাতের বিপদ হতে, আমার ডানের বিপদ হতে এবং বামের বিপদ হতে, আর ঊর্ধ্ব জগতের গযব হতে। তোমার মহত্বের দোহাই দিয়ে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার নিম্নদেশ হতে আগত বিপদ হতে, তথা মাটি ধ্বসে আকস্মিক মৃত্যু হতে। (আবু দাউদ, ইবনে মাজাহ্)
নিজের অবস্থা পরিবর্তনের জন্য এভাবে দোয়া করুন
يَاحَى يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْتُ أَصْلِحْ لِي شَأْنِي
كُلَّهُ وَلَا تَكِلْنِى إِلَى نَفْسِى طَرْفَةَ عَيْن
উচ্চারণ ঃ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীসু আসলিলী শা’নী কুল্লাহ্ ওয়ালা তাকিলনী ইলা নাসী ত্বারাফাতা ‘আইনি
অর্থ : হে চিরঞ্জীব, হে চির সংরক্ষক, তোমার রহমতের জন্য আমি তোমার দরবারে জানাই আমার সকাতর নিবেদন। তুমি আমার অবস্থা সংশোধন করে দাও, তুমি চোখের পলক পরিমাণ সময় তথা একমুহূর্তের জন্যেও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দিও না ।
সম্মান-মর্যাদা বৃদ্ধির জন্য এই দোয়া পড়ুন
وَحْدَهُ لأَشَرِيكَ لَهُ – لَهُ الْمُلْكُ وكه
الحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِير –
উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লাশারীকা লাহু, লাহুল মুলকু, | ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া ‘আলাকুল্লি শাই’ইন কাদীর ।
অর্থ : আল্লাহ ব্যতীত দাসত্ব লাভের যোগ্য কোনো ইলাহ নেই, তিনি তাঁর কোনো অংশীদার নেই, রাজত্ব তাঁরই জন্য, সকল প্রশংসা তাঁরই জন্য। তিনি সকল বিষয়ের ওপর সর্বশক্তিমান।