প্রশ্ন-উত্তর

আসসালামু আলাইকুম অর্থ

Share this

আস-সালামুআলাইকুম একটি আরবি শব্দ। যার অর্থ “আপনার উপর শান্তি বর্ষিত হোক”। আমরা মুসলিমরা অভিবাদনসূচক বাক্য হিসেবে এটি ব্যবহার করে থাকি।

আসসালামু আলাইকুম এর বাংলা অর্থ

সালাম দেয়ার নিয়ম

  • কোন মজলিসে আলোচনা চলাকালে সালাম দিয়ে বিঘ্ন সৃষ্টি না করে নীরবে বসে পড়তে হয় । পরে সুযোগমত সালাম দিবে। আর কেউ কোন জরুরী কথা বা কাজে লীপ্ত থাকলেও সালাম দেয়া ঠিক নয় ।

মোসাফাহার চেষ্টা করাও উচিত নয় । পানাহারের সময় সালাম দেয়া মাকরূহ । গান-বাজনায় লিপ্ত, তাস খেলোয়াড় বা দর্শক ইত্যাদি পাপ কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সালাম দেয়া ঠিক নয় ।

  • আযান, খুৎবা, তেলাওয়াতে কেরাআন, দরস, ওয়াজ, কথাবার্তা, পানাহার, পেশাব, পায়খানার সময় সালাম দেয়া উচিত হবে না ।খালি মসজিদে কিংবা ঘরে প্রবেশ করে নিম্নের দোয়া পড়া সুন্নাত ঃ

السلام علينا وعلى عِبادِ اللهِ الصالحين.

আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন । কিন্তু নত হয়ে কাউকে সালাম দেয়া নিষিদ্ধ ।

  • দ্রুতগতিতে পথ চলা বা বিশেষ কর্মব্যস্ত থাকা অবস্থায় মোসাফাহা করার চেষ্টা অনুচিত ।

উচিত-অনুচিত

১। অনুমতি না নিয়ে কারও গৃহে প্রবেশ করা অনুচিত। যাদের সাথে দেখা দেয়া জায়েয তার কাছে যাওয়ার সময়ও অনুমতি গ্রহণ করা কর্তব্য

২। যে ঘরে শুধু স্বামী বা স্ত্রী থাকে, সেখানেও প্রবেশের পূর্বে গলা খাকার দিয়ে হুশিয়ার করে প্রবেশ করা সুন্নত । অনুমতি গ্রহণের জন্য বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে নাম বলা উচিত।

অনুমতি না দেয়া হলে মন খারাপ করা অন্যায়। ফিরে আসাই শরীয়তের বিধান ।

৩। টেলিফোন ইত্যাদির মাধ্যমে কাউকে যখন তখন বিরক্ত করাও উচিত হবে না ।

আরো পড়ুন:- বিসমিল্লাহির রাহমানির রাহীম অর্থ এবং ফজিলত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *