খাওয়ার আগে ও পরের দোয়া
Share this
খাওয়া শেষে দোয়া
الحَمْدُ للهِ الَّذِي أطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِيهِ، مِنْ غَيْرِ
حولٍ مِنِّي وَلَا قُوَّة.
বাংলা উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাযি আতয়ামানা হাযা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিম্ মিন্নী ওয়ালা কুওয়াহ্ ।
বাংলা অর্থ : সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এই পানাহার করালেন এবং এর সামর্থ প্রদান করলেন, যাতে ছিলো না আমার পক্ষ থেকে কোনো উপায়-উদ্যোগ, ছিলোনা কোনো শক্তি সামর্থ । (আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্, আমদ)
কারো বাড়ীতে দাওয়াত খেলে পড়তে হয়
اللَّهُمَّ أَطْعِمُ مَنْ أَطْعَمَنِى وَاسْقِ مَنْ سَقَانِى
ید
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা । আত্ময়িম মান আত্বআমানী ওয়াসক্কিমান সাক্কানী।