দোয়া

সহবাসের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ

Share this

সহবাসের আগে দোয়া

যে দিন বা যে সময় সহবাস করতে মনস্থ করবে; স্বামী- স্ত্রী উভয়ে অযু করত পবিত্রাবস্থায় কোন চাদরাবৃত বা মশারী খাটান স্থানে শয়ন করবে। উভয়ে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হলে স্বামী-স্ত্রীর উপবেশন করত উভয়ে নিম্নের দোআটি পড়ে সহবাস আরম্ভ করবে।

সাহবাসের আগে দোয়া আরবি

সহবাসের দোয়া বাংলা উচ্চারণ

সহবাসের দোয়া বাংলা উচ্চারণ- বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইত্বোনা ওয়া জান্নিবিশ শাইত্বোনা মা রাযাক্বতানা ।

এই দোয়া পাঠান্তে স্বামী-স্ত্রীর বৈধ মিলনে অত্যাধিক সওয়াব রয়েছে।

সহবাসের পরের দোয়া

সহবাসকালে স্ত্রীর যৌনাঙ্গের দিকে দৃষ্টিপাত করা এবং অধিক কথা বলা অনুচিত । সহবাসকালে পুরুষ স্ত্রী উভয়ের প্রতি সহানুভূতিপূর্ণ সজাগ দৃষ্টি রেখে চরম পুলকলাভে সাহায্য করবে। স্বামী-স্ত্রীর সহবাসের পর নিচের দোয়াটি পড়া উত্তম।

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাযী জাআ’লা মিনাল মায়ি বাশারা । অর্থ ঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহ্ পাকের জন্যে, যিনি তরল পানি (বীর্য) হতে মানুষ সৃষ্টি করেন ।

***খেয়াল রাখবে যেন কোন অবস্থায়ই নামায কাযা না হয় । অতঃপর কিছু পুষ্টিকর হালুয়া বা মিষ্টান্ন ভক্ষণ করবে, তা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ।

আরো পড়ুন:- স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির দোয়া

সহবাসের উত্তম দিন এবং সময়

  • রবি,সোম, এবং বৃহস্পতিবার দিবাগত রাত্র সহবাসের উত্তম তারিখ । এই সমস্ত তারিখে সন্তান জন্মিলে তা উত্তম সন্তান হয় ।
  • শেষ রাত্র সহবাসের জন্য উত্তম সময়। কারণ, এই সময় মানুষের উদরস্থ খাদ্যাদি হজম হয়ে শরীরে সুস্থ অবস্থা এবং সামর্থ থাকে । আতএব এ সময়ের সহবাস আরামদায়ক ও উপকারী। অর্থাৎ তাতে স্বামী-স্ত্রীর স্বাস্থ্য ভাল স্বাভাবিক থাকে । তা ছাড়া এ সহবাসে সন্তান জন্মিলে তা স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট বলবান ও মেধাসম্পন্ন হয় ।
  • ঋতুস্রাব হতে মুক্ত হওয়ার পর প্রথম সপ্তাহের সহবাসের সন্তান দূর্বল শক্তিহীন ও স্বল্পয়ু হয়। এর পরবর্তী সময়ের সন্তান বলবান, মেধা সম্পন্ন হয়। আর এরূপ দ্বিতীয় সপ্তাহের সহবাসের যে সন্তান শুক্রবার জন্মগ্রহণ করে সে মহা সৌভাগ্যশালী হয় ।

সহবাসের নিষিদ্ধ সময়

  • রাত্রে খাবার পরে অন্ততঃ তিন ঘণ্টার মধ্যে, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত সহবাস করা উচিত নয়। প্রবাসযাত্রার রাত্রে, পূর্ণিমা, অমাবস্যার রাত্রে, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে সহবাস করা অনুচিত।
  • ভোর বেলা, সন্ধ্যাবেলা, কোন বিপদাপদের মধ্যে, সূর্যকিরণে, উপর অনাবৃত্ত স্থানে কিংবা লোকজন বসা থাকলে সহ- বাস করবে না । ঘুমন্ত শিশু হঠাৎ জেগে পিতামাতার এ দৃশ্য দেখে ফেলতে পারে, যাতে তার শিশুমনে প্রশ্ন ও ভাবের উদয় হয়, এরূপ সহবাস সন্তান বা পিতামাতা কারও জন্যই মঙ্গলজনক নয় ।

সহবাসে সাবধানতা

আমাবস্যা, পূর্ণিমা, সূর্যাস্ত-সূর্যোদয়, ঠিক দুপুর ও ভরা পেট, হায়েয নেফাস ও রোগাক্রান্ত ইত্যাদি সময়ে সহবাস করা উচিত নয় ।

নিয়মিত সহবাসের উপকারিতা : সুস্থ শরীর ও মন নিয়ে নিয়মিত পরিমিত সহবাস করলে শরীরে বলবীর্য বৃদ্ধি পায়। রোগব্যধি দূরীভূত হয় । মনে প্রফুল্লতা এবং শান্তি বৃদ্ধি পায় । কাজকর্মে উৎসাহ জন্মে। মনের স্নেহমমতা ইত্যাদি সুবৃত্তিগুলির স্বাভাবিক অবস্থা বজায় থাকে।

ঈমান মজবুত থাকে, ধর্মে-কর্মে মন আকৃষ্ট হয়। তা ছাড়া সুস্থ শরীরে নিয়মিত সহবাস করলে পাঁচড়া, বিখাউজ, রক্তদৃষ্টি ইত্যাদি রক্তঘটিত পীড়া হতে মুক্ত থাকা যায়। নিয়মিত সহবাসে বাধাপ্রাপ্ত হলে অর্থাৎ যৌনাকাঙ্খ অতৃপ্ত থাকলে বা অতিরিক্ত কম যৌন মিলনে যৌন উন্মাদনা প্রভৃতি রোগ জন্মাতে পারে ।

সুসন্তান লাভের উপায়

পাঁচ ওয়াক্ত নামাযের পর নিম্নোক্ত আয়াত শরীফ তিন বার করে পাঠ করলে আল্লাহর রহমতে তার সুসন্তান নসীব হবে।

উচ্চারণ : রাব্বি লা তাযারনী ফারদাওঁ ওয়া আনতা খাইরুল ওয়ারিসীন রাব্বি হাব লী মিল্লাদুনকা যুররিয়্যাতান তাইয়্যিবাতান ইন্নাকা সামীউদ্দোআ ।

সহবাসে সক্ষম হবার উপায়

কোন কারণে সহবাসে অক্ষম হলে-

، بَنَيْنُها بِايْدِ وَإِنَّا لَمُوسِعُونَ وَالْاَرْضَ فَرَشْنهَا

উচ্চারণ : ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিওঁ ওয়া ইন্না লামুসিউন। ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন।

অর্থ ঃ সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ঐ ডিমের উপর উপরোক্ত আয়াতটি লিখে পুরুষ খাবে এবং স্ত্রীকেও খাওয়াবে। আল্লাহর ইচ্ছায় উভয়ে সহবাসে পূর্ণ সফলতা লাভ করবে।

অধিক সময় ধরে সহবাসের উপায়

“ইয়া মুকাদ্দিমু” এসেমটি একশ’বার পাঠ করে সহবাস আরম্ভ করলে বহু বিলম্বে বীর্যপাত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *