দোয়া

গুণাহ মাফের দোয়া

Share this

গুণাহ মাফের শ্রেষ্ঠ দোয়া হযরত রাসূলুল্লাহ (ছ) এরশাদ করেছেন, “যে ব্যক্তি এ দোয়া দিন রাত সবসময় অন্তত ফজরের ও মাগরিবের নামাযের বাদ পড়বে” সে বেহেশতবাসী হবে। (বুখারী শরীফ )

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বি লা-ইলা-হা ইল্লা-আর্নতা খালাকতানি ‘আবদুকা ওয়া আনা আল-আহদিকা মাসতাতােয়াতু আউযুবিকা মিন শাররি মাছনা’তু আবুউলাকা বিনি’মাতিকা ‘আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা–ইয়াগফিরুযযুনূবা ইল্লা-আর্নতা।

অর্থঃ হে আল্লাহ! তুমি আমার রব, তুমি ছাড়া কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তােমার বান্দা ও আমি তােমার সাথে আবদ্ধ এবং ওসাদা রক্ষায় সাধ্যমত প্রচেষ্টা চালাচ্ছি। স্বীয় কৃতকর্মের অন্যায় থেকে তােমার নিকট ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে যে অসংখ্য নেয়ামত দান করেছ, তা আমি স্বীকার করছি। সুতরাং, আমাকে ক্ষমা কর। তুমি ছাড়া গুণাহ মাফ করার শক্তি আর কারও নেই।

আরো পড়ুন:- নামাজের প্রতিদান ও ফজিলত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *