দোয়া

পিতা মাতার জন্য দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ

Share this

পিতামাতার জন্য দোয়া

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً –

উচ্চারণ : রাব্বির হাম্হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা ।

অর্থ ঃ হে আমাদের প্রতিপালক! আমার পিতামাতা উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাদেরকে শৈশবে অতি মায়া-মমতার সাথে প্রতিপালন করেছেন। (সূরা বনী ইসরাঈল-২৪)

আরো পড়ুন:- কবীরা গুনাহ মাফের উপায়

পিতা মাতার জন্য দোয়া আরবিতে

رَبِّ اغْفِرْلِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِى مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيـ

والمؤمنات .

পিতা মাতার জন্য দোয়া বাংলা উচ্চারণ : রাব্বিগফির লী ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাওঁ ওয়া লিল মুমনিনীনা ওয়াল মুমিনাত ।

অর্থ ঃ হে আমার রব! ক্ষমা করুন আমাকে ও আমার মাতা-পিতাকে, আর যে মুমিন অবস্থায় আমার গৃহে প্রবেশ করেছে এবং সমস্ত মুমিন পুরুষ মহিলাকেও।

পরিবার-পরিজনের কল্যাণের জন্য দোয়া

نَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرَ للمتقين اماما –

উচ্চারণ : রাব্বানা হাবলানা মিন আয়া জিনা ওয়া যুররিই ইয়াতিনা কুর্রাতা আ’ই ইউনিও ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা ।

অর্থ : হে আমাদের রবং! তুমি আমাদের স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততিদের থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং তুমি আমাদেরকে পরহেযগার লোকদের নেতা বানিয়ে দাও। (সূরা আল ফুরকান-৭৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *