নামাজ

চাশত নামাজের সময়, নিয়ম ও নিয়ত

Share this

সূর্য যখন আকাশের এক চতুর্থাংশ উপরে উঠে এবং রৌদ্র প্রখর হয়, তখন চাশত নামাজের ওয়াক্ত হয়। তখন দুই, চার, আট বা বার রাকাত নামাজ পড়তে পারলে অনেক সওয়াব পাওয়া যায়। (এর নিয়্যত উপরেরই মত)।

এশরাক নামাযের ওয়াক্তের পর ঠিক দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত চাশত নামাজের সময়।

চাশতের নামাজ কয় রাকাত

চাশত নামায চার রাকআত হতে বার রাকআত পর্যন্ত পড়া যায়। এই নামাজ সুন্নতে গায়রে মোয়াক্কাদা। রাসূলে করীম (সাঃ) প্রায়ই এই নামায চার রাকআত আদায় করতেন।

এই নামায ছালাতিজ্জোহা নামেও পরিচিত যারা নিয়মিত চাশতের নামায আদায় করেন তারা কোনদিন অভাবে পতিত হন না। এই নামায ছালাতিজ্জোহা নামেও পরিচিত যারা নিয়মিত চাশতের নামায আদায় করেন তারা কোনদিন অভাবে পতিত হন না।

চাশত নামাজের নিয়ত

চাশত নামাযের নিয়ত অন্যান্য সুন্নাত নামাযের মত। শুধু ছালাতিজ্জোহা এইটুক পরিবর্তন করতে হয়। এই নামাযের পত্যেক রাকআতে সূরা ফাতিহার সাথে অন্যান্য নামাযের ন্যায় যে কোন সূরা দিয়ে পড়া যায়।

আরো পড়ুন:- ইশরাকের নামাজ পড়ার নিয়ম, নিয়ত ও সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *