স্বপ্নের ব্যাখ্যা
Share this
খারাপ স্বপ্ন দেখলে আপনি কি করবেন
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর বিভ্রান্তিমূলক স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, অতএব যখন তোমাদের মধ্যে কেউ স্বপ্নে এমন কিছু দেখে যা তার কাছে ভালো লাগে সে যেনো তা তার প্রিয় ব্যক্তি ছাড়া অপর কারো কাছে ব্যক্ত না করে। আর সে যদি স্বপ্নে এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, তখন সে যেনো তা কারো হিসনে হাসীন বা দোয়ার ভাণ্ডার
কাছে না বলে । বরং তার বাম দিকে তিনবার থুথু ফেলে বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, আর আশ্রয় প্রার্থনা করে ঐ অনিষ্ট হতে যা সে দেখেছে। (আশ্রয় প্রার্থনা করতে হবে তিনবার) সে যেনো তা কারো কাছে না বলে । এরপর যে পার্শ্বে সে শুয়েছিলো তা পরিবর্তন করে ।
আরো পড়ুন:- মৃত্যু ভয় দূর করার দোয়া