দোয়া

মৃত্যু ভয় দূর করার দোয়া

Share this

মৃত্যুভীতি দেখা দিলে এভাবে দোয়া করুন

اللهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأعلى

উচ্চারণ : আল্লাহুম্মাগ্‌ফিরলী ওয়ার হামনী ওয়ালহিনী বিররাফীকিল আ’লা ।

অর্থ : হে আমার মালিক! আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও। (বোখারী, মুসলিম)

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানিতে দু’হাত প্রবেশ করাতেন তারপর ভেজা হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মাসেহ করতেন এবং বলতেন-

لا إله إلا اللهُ إِنَّ لِلْمَوْتَ لَسَكَرات

উচ্চারণ ঃ লা-ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি লাসাকারাত । মৃত্যুর জন্য ভয়াবহ কষ্ট রয়েছে। (বোখারী ফতহুলবারী)

অর্থ : আল্লাহ ব্যতীত দাসত্ব লাভের যোগ্য কোনো মাবুদ নেই, নিশ্চয়

وَحْدَهُ، لا إله لا إله إلا الله واللهُ أَكْبَرُ ، لا إلهَ إلا اللهُ إِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لا إلهَ إلا اللهُ لَهُ الْمُلْكُ ولهُ

الحَمْدُ، لاَ إِلَهَ إِلَّا اللهُ وَلاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللهِ –

উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকালাহু লা-ইলাহা ইল্লাল্লাহু লাহুলমুলকু, ওয়ালাহুল হামদু লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লাবিল্লাহ্

অর্থ : আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো মাবুদ নেই, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো উপাস্য নেই, তিনি এক, আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো মাবুদ নেই, তিনি এক। তাঁর কোনো শরীক নেই, আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো মাবুদ নেই, রাজত্ব তারই আর প্রশংসা মাত্রই তাঁর। আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো মাবুদ নেই, পাপ কাজ হতে বেঁচে থাকার এবং সৎ কাজ করারও কারো ক্ষমতা নেই একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া । (তিরমিযী)

আরো পড়ুন:- জান্নাত লাভের দোয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *