পরীক্ষা পাশের দোয়া
Share this
নিম্নোক্ত দোয়াটি ১০০০ বার পড়বে এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় লিখে টুপির ভিতর রাখবে এবং পড়তে থাকবে ইন্শা আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হবে।
উচ্চারণ ঃ ইয়া- ইলা-হাল আলামীনা- ইয়া খাইরান্না-ছিরীনা নাছরু মিনাল্লা-হি ওয়া ফাতহুর্ন কারীব। ওয়া বাশুশিরিল মু’মিনীনা ফাল্লা-হু খাইরুল হা-ফিযীনা হাসবুনাল্লা-হু ওয়া নি’মাল ওয়াকীল, নি’মাল মাওলা- ওয়া নি’মান্নাসীর।
ওয়া মাই ইতাওয়াক্কাল ‘আলাল্লা-হি ফাহুয়া হাসবুহ ওয়াল্লা-হুল মুস্তা’আনু ‘আলা-মা- তাছি। হে বিশ্ব জাহাহানের উপাস্য! হে উত্তম সাহায্যকারী, আল্লাহর নিকট সাহায্য, আল্লাহর নিকট জয়; এবং বিশ্বাবাসীদেরকে শুভ সংবাদ দাও যে, আল্লাহই উত্তম রক্ষক।
আল্লাহই আমাদের জন্য অতি উত্তম কার্যনির্বাহক, শ্রেষ্ঠ মনিব সাহায্যকারী। যারা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আল্লাহর প্রশংসাকারীদের জন্য আল্লাহই যথেষ্ট।
আরো পড়ুন:- স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া
পরীক্ষায় পাশের আমল
যে কোন পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে জবাব লিখতে আরম্ভ করার পূর্বে এগার বার ‘দরূদ শরীফ’ এবং এগারবার ‘রাব্বী যিদনী ইলমা’ পাঠ করবে। অতঃপর সক্ষ্মপূর্ণ জবাব লেখা শেষ হলে একবার ‘কালেমা তৈয়ব” পাঠ করে কাগজ দিয়ে দিবে। খোদার ফজলে অবশ্যই পরীক্ষায় সফল হবে।