দোয়া

ঋণ থেকে মুক্তির দোয়া বাংলা উচ্চারণ সহ

Share this

ঋণ ও দরিদ্রতা থেকে মুক্ত থাকার জন্য এভাবে দোয়া করুন

دار

ـي

اللهُمَّ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمَ – رَبَّنَا ورب كل شي – فَالِقَ الحَب وَالنَّوَى وَمَنْزِلَ التّوراة – وَالْفُرْقَانِ والإنجيل والفرقان – أعوذ بكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ أَحَدٌ – بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْء – وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٍ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوقَكَ

شي وَأَنتَ البَاطِنُ فَلَيسَ دُونَكَ شَيْءٍ اقْصِ عَنَّا الدين

وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ –

উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বাস্ সামাওয়াতিস্ সার্’ঈ ওয়া রাব্বাল ‘আরশিল ‘আযীম, রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন্‌ ফালিকাল হাবি ওয়ান্ নাওয়া, ওয়া মুযিলাত্ তাওরাতি ওয়াল ইন্‌জীল, ওয়াল ফুরকান, আউযুবিকা মিন শাররি কুল্লি শাই ইন্‌ আতা আখিয বিনাসিয়াতিহি, আল্লাহুম্মা আন্তাল আউওয়ালু ফালাইসা কাবলাকা শাইউন । ওয়া আন্তাল আখিরু ফালাইসা বা‘দাকা শাইউন, ওয়া আন্ তায্ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই উন। ওয়া আনতাল বাত্বিনু ফালাইসা দূনাকা শাইউন, ইক্বদ্বি ‘আন্নাদ্ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকুরি।

অর্থ : হে আমার মালিক! তুমি সপ্ত আকাশ মণ্ডলীর প্রভু! মহামহিয়ান আরশের প্রভু এবং প্রত্যেক বস্তুর প্রভু হে আল্লাহ! বীজ ও আঁটি চিরে চারা ও উদ্ভব ঘটাও তুমি! তাওরাত, ইঞ্জিল ও কুরআনের নাযিলকারী তুমি! আমি প্রত্যেক বস্তুর অনিষ্ট হতে তোমার কাছেই আশ্রয় প্রার্থনা করি, তোমার হাতে রয়েছে সকল বস্তুর ভাগ্য। হে আল্লাহ! তুমি অনাদি, তোমার পূর্বে কোনো কিছুরই অস্তিত্ব ছিলো না, তুমি অনন্ত, তোমার পরে কোনো কিছুই তোমার চেয়ে কাছে কিছুই নেই । প্রভু! তুমি আমার সমস্ত ঋণ পরিশোধ করে দাও আর আমাকে দরিদ্রতা থেকে মুক্ত রাখো। (মুসলিম)

আরো পড়ুন:- আয় রোজগার বৃদ্ধির দোয়া

প্রয়োজন পূরণ হবার পরে এভাবে দোয়া করুন

– الْحَمْدُ للهِ الَّذِيع أطْعَمَنَا وَسَقَانَا – وَكَفَانَا – وَآوَانَا فكم مِمَّنْ لا كَافِى لَهُ وَلاَمُؤوى –

উচ্চারণ : আল্হামদু লিল্লাহিল্লাযী আত্ব‘আমানা ওয়া সাক্কানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম্ মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালা মু’ওয়িয়া ।

অর্থ : সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন, আমাদের প্রয়োজন পূর্ণ করেছেন এবং আমাদেরকে আশ্রয় প্রদান করেছেন এমন বহুলোক রয়েছে যাদের পরিতৃপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *