কাজা নামাজের নিয়ত
Share this
কাযা নামাজ
বিশেষ কারণে ওয়াক্ত মতো নামাজ না পড়তে পারলে অন্য সময় তা পড়ে নেওয়াকে কাযা নামাজ বলে । ফজরের কাজা নামাজ সুন্নাতসহ দুপুরের আগে পড়ে নেওয়াই শ্রেয়। পাঁচ ওয়াক্তের বেশি নামাজ কাজা হলে তা আদায় করতে গেলে বর্তমান নামাজ কাজা হওয়ার ভয় থাকলে শেষ ওয়াক্তের কাযাটা পড়ে নিয়ে বর্তমান নামাজ আদায় করবে। পরে বাকী কাজা গুলো পড়বে। পাঁচের কম নামাজ কাযা হলে বর্তমান নামাজের আগে পড়ে নেওয়া ভালো
আরো পড়ুন:- জমাতে নামাজ পড়ার নিয়ম