জানতে হবে

জানাজার নামাজের নিয়ত

Share this

মৃত ব্যক্তিকে দাফন করার আগে মৃতকে সামনে রেখে চার তাকবীরে যে নামাজ আদায় করা হয়, তাকে জানাযা নামাজ বরে । ইহা ফরজে কেফায়া। ইহা এক দুইজনে আদায় করলেও সকলের আদায় হয় কিন্তু কেহ আদায় না করলে সকলেই পাপী হবে।

জানাযা নামাজ পড়ার নিয়ম

মৃত ব্যক্তিকে একটি খাটের উপর উত্তর শিয়রী করে শোয়াবে। মৃত ব্যক্তি যদি মহিলা হয় তবে বিশেষ ভাবে পর্দার ব্যবস্থা করতে হবে ইমাম সাহেব মৃত ব্যক্তিকে সামনে রেখে ক্বিবলামুখী হযে ঠিক তার বুক বরাবর দাড়াবে।

এরপর নিয়ত করে উচ্চস্বরে তাকবীর বলে যথা নিয়মে তাহরীমা বাধবে। মুক্তাদিগণও বিনা আওয়াজে চুপে চুপে নিয়াত ও তাকবীর বলে ইমাম সাহেবের অনুকরণ করবে। তারপর সকলে নীরবে দুরূদ পড়বে, যা নামাজে আমরা পড়ে থাকি।

অত:পর ইমাম সাহেব ৩য় তাকবীর বলবে, মোক্তাদিরা তার অনুসরণ করবে ও আস্তে আস্তে দুয়ায়ে মাছুরা (আল্লাহুম্মাগফির লি হাইয়িনা থেকে আলাল ঈমান পর্যন্ত পড়বে) অত:পর ইমাম সাহেব ৪র্থ তাকবীর বলে সালাম ফিরাবে মুক্তাদিগণ তার অনুসরণ করে সালাম ফিরাবে।

আরো পড়ুন:- তওবার নামাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *