জাহান্নাম থেকে মুক্তির দোয়া
Share this
জাহান্নাম থেকে মুক্ত থাকার দোয়া
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنْ عَذابَهَا كَانَ غَرَامًا –
উচ্চারণ ঃ রাব্বানাস্ রিফ্ আ’ন্না আ’যাবা জাহান্নামা ইন্না আ’যাবাহা কানা গারামা ।
অর্থ : হে আমাদের মালিক! তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব দূরে রেখো, কেননা তার আযাব হচ্ছে নিশ্চিত বিনাশ। (সূরা আল ফুরকান-৬৫)
আরো পড়ুন:- জান্নাত লাভের দোয়া
জাহান্নাম থেকে এভাবে পানাহ চান
(বুখারী)
اللهم إن أَسْتَلْكَ الجَنَّةَ وَاسْتَجِيرُ بِكَ مِنَ النَّارِ.
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আসতাজিরু বিকা মিনান নার ।
. ‘হে আল্লাহ! তোমার কাছে চাই বেহেশত এবং আগুন থেকে তোমার কাছে পরিত্রাণ চাই’ (এ দু’আটি ৩ বার পড়া সুন্নাত)।
(তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ)
আল্লাহর নিকট এভাবে জান্নাত চান
اللَّهُمَّ إِنِ اسْتَلْكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنتَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ
الْمَنَّانُ بَدِيعُ السَّمَوتِ وَالْأَرْضِ ذُو الْجَلالِ وَالْإِكْرَامِ يَا عَى يَا قَيَوم اني
اَسْتَلْكَ الْجَنَّةَ وَاَعْوذُبِكَ مِنَ النَّارِ .
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আছআলুকা বিআন্না লাকাল হামদা লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা-শারীকালাকাল মান্না-নু বাদীউস সামা-ওয়া-তি ওয়াল আরদি ফুলজালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়ূমু, ইন্নী আস্ আলুকাল্ জান্নাতা ওয়া আউযুবিকা মিনান্না-রি।
অর্থ : হে আল্লাহ! তোমার কাছে আমি এই ওসীলায় প্রার্থনা করি যে, সকল প্রশংসা তোমারই, তুমি ছাড়া কোন ইলাহ নেই, তুমি একক, তোমার কোন শরীক নেই। তুমিই দাতা, হে আকাশসমূহ ও যমীনের সৃষ্টিকারী। হে মাহাত্ম্য ও সম্মানের অধিকারী, হে চিরজীবী, চিরস্থায়ী। (আবূ দাউদ, তিরমিযী, রূহুল