জুমার নামাজের নিয়ত

Share this

জুমার নামাজের বিবরণ

আল্লাহ তায়ালা নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার দিনে জোহরের নামাজের পরিবর্তে যে নামাজ পড়া হয় তাকে জামআর নামাজ বলা হয়। প্রত্যেক মুসলমান পুরুষের উপর এটা ফরজ করা হয়েছে। এর মধ্যে অত্যন্ত ছওয়াব নিহিত রয়েছে।

জুম্মার নামাজ কয় রাকাত

জুমার নামাজ ১২ রাকাত

  • চার রাকাত ক্বাবলাল জুমা-সুন্নাত
  • দুই রাকাত ফরজ
  • চার রাকাত বাদাল জুমা-সুন্নাত
  • দুই রাকাত সুন্নাতুল ওয়াক্ত

দু রাকাত সুন্নাতুল ওয়াক্ত শেষ করার পর যদি কেউ দু রাকাত নফল নামাজ আদায় করে তাহলে অত্যন্ত ছওয়াব লাভ করবে।

নিয়ত

যে কোন নামাজের জন্য নিয়ত আরবী বাংলা অথবা যে কোন ভায়ায় করা যায়। নিয়্যত মনে মনে করতে হয়।

আরো পড়ুন: আয়েশা রা এর জীবনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *