দোয়া

খতমে খাজেগান পড়ার নিয়ম বাংলা উচ্চারণ ও অর্থসহ

Share this

খতমে খাজেগান

উপকারিতা : কঠিন রোগ-ব্যাধি, ভীষণ বিপদাপদ, পরীক্ষায় পাশ, চাকুরীলাভ, কোন কার্যসাধন, আশা পূর্ণ ইত্যাদির জন্য এই খতম অতিশয় কার্যকর। এ খতম নিম্নোক্ত নিয়েমে পাঠ করবে :

ربى من كل ذنبٍ وَاتُوبُ اِلَيْهِ . اَسْتَغْفِرُ اللهَ رَبّى مِن كُلِّ ذَنْبٍ

উচ্চারণ ঃ আসতাগফিরুল্লা রাব্বী মিন কুল্লি যামবিওঁ অআতূবু ইলাইহি । (১১ বার)

অর্থ : আমি আমার প্রভূর নিকট যাবতীয় পাপ ও ভূলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।

১। সূরা ফাতিহা-৭বার

২। দরূদ শরীফ-১০০ বার।

৩। সূরা আলাম নাশরাহলাকা -৭৯ বার ।

৪। সূরা ইখলাস-১০০ বার।

৫। পুনরায় সূরা ফাতিহা-৭ বার ।

৬। পুনরায় দুরূদ শরীফ-১০০ বার।

৭। বাংলা উচ্চারণ ঃ ফাসাহহিল ইয়া ইলাহী কুল্লা ছা’বিম বিহুরমাতি সায়্যিদিল আবরার । অর্থ : হে আল্লাহ! ধার্মিকগনের নেতা হযরত মুহাম্মদ (সাঃ)-এর সম্মানার্থে আমার যাবতীয় কাজ সহজ করে দাও। -(১০০ বার)

৮। ছাহহিল বি ফাদলিকা ইয়া আযীয

অর্থ : হে ক্ষমতাশীল! তোমার দয়া দ্বারা আমার যাবতীয় কাজ সহজ করে দাও। (১০০বার।)

৯।(ইয়া কাজিয়াল হাজাত ।) অর্থ : হে প্ৰয়োজনীয়তা পূর্ণকারী! (১০০ বার)

১০। (ইয়া কাফিয়াল মুহিম্মাত ।) অর্থ ঃ হে বৃহৎ কাজ সমাধানকারী। (১০০ বার)

১১। (ইয়া দাফিয়াল বালিয়্যাত ।) অর্থ : হে বিপদ প্রতিরোধকারী! (১০০ বার)

১২।  (ইয়া রাফিয়াদ্দারাজাত।) অর্থ : হে মর্যাদা বর্ধনকরী! (১০০ বার)

১৩। (ইয়া মুজীবাদ্দাওয়াত।) অর্থ : হে প্রার্থনাকারী! (১০০ বার)

১৪। (ইয়া হাল্লালাল মুশকিলাত ।) অর্থ : হে বিপদ হতে উদ্ধারকারী! (১০০ বার)

১৫। (ইয়া মুসাব্বিবাল আসবাব।) অর্থ : হে উসিলা প্রদানকারী! (১০০ বার)

১৬। (ইয়া শা-ফিয়াল আমরাজ ।) অর্থ : হে রোগসমূহ নিরাময়কারী! (১০০ বার)

১৭। (ইয়া মুফাত্তিহাল আবওয়াব।) অর্থ : হে দ্বার উদঘাটনারী! (১০০ বার)

১৮।  (রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাছির) অর্থ : হে প্রভূ! আমি অত্যাচারিত,তোমার নিকট সাহায্য প্রার্থনা করতেছি। তুমি আমাকে সাহায্য কর। (১০০ বার)

১৯। রাব্বি আন্নী মাচ্ছানিয়াদ দুররুওয়া-আন্তা আরহামুর রাহিমীন । অর্থ : হে প্রভূ! আমি অত্যধিত ক্ষতিগ্রস্ত ও পীড়িত হয়েছি। অতএব তুমিই মহান দয়ালু ও মেহেরবান। (১০০ বার)

২০। ইয়া গাওছু আগিছনী ওয়া আমদীদনী । অর্থ : হে প্রার্থনা কবুলকারী! আমার প্রার্থনা কবুল কর এবং আমাকে সাহায্য কর । (১০০ বার)

২১। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । অর্থ : নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর নিকটই ফিরে যাব।

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজজালিমীন । অর্থ : হে আল্লাহ! তুমি ভিন্ন অন্য কোন উপাস্য নাই, তুমি শ্রেষ্ঠতম নিশ্চয়ই আমি অত্যাচারীগণের অন্তভূক্ত। (১০০ বার)

২২। উচ্চারণ : ফাল্লাহু খায়রুন হাফিজাঁও ওয়া হুয়া আরহামুর রাহিমীন অর্থ : আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষক এবং তিনিই অধিকতর দয়ালু। (১০০ বার)

খতমে ইউনুস

খতমে ইউনুস- হযরত ইউনুস (আঃ)-এর জবান হতে নিম্নোক্ত কালাম শরীফ উচ্চারিত হয়েছিল বলে এই কালামের (আয়াতের) খতমকে খতমে ইউনুস বলে । এর তাছীর অতি শীঘ্র হয়ে থাকে। বিপদাপদ, মামলা-মোকদ্দমা, রোগ ব্যাধি এবং গুরুতর কার্যাদি সিদ্ধির জন্য এই খতম পড়া হয়।

পড়ার নিয়ম-কয়েকজন পরহেজগার লোক একত্র হয়ে পাক-পবিত্র অবস্থায় এক লক্ষ বা সোয়া লক্ষ বার নিম্নোক্ত আয়াত শরীফ পাঠ করবে।

আয়াত শরীফ এই-

لا إله إلا انتَ سُبْحَانَكَ إِنِّى كُنتَ مِنَ الظَّلِمِينَ . ،

উচ্চারণ- লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমীন

আরো পড়ুন:- গুণাহ মাফের দোয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *