নামাজ

শবে বরাতের নামাজের নিয়ম

Share this

শবে বরাতের নামাজের নিয়ম:- যে কোন সূরা দিয়ে এই নামাজ পড়া যায় নামায শেষ করে কোরআন তিলাওয়াত দোয়া-দরুদ, তাসবীহ-তাহলীল পাঠ করা অতি সওয়াবের কাজ। সমগ্র রাত্রি জেগে গুনাহসমূহ মাফ করে দিবেন। ব্যক্তি শবে বরাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে।

শবে বরাতের নামাজেরর নিয়ত

উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকআতাই ছালাতি লাইলাতিল বারাআতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।

নিয়ত করলাম আল্লাহু আকবার ।

অর্থ : আমি কিবলামুখী হয়ে দুই রাকআত লাইলাতুল বরাতের নামায আদায় কর

শবে বরাতের ফজিলত

চন্দ্রমাসের ৮ম মাসের নাম শাবান মাস। এই মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রে যে নামায পড়তে হয় তা সালাতু লাইলাতিল বারাআত বা শবে বরাতের নামায।

কথিত আছে, এই রাত্রে আল্লাহর আদেশে ফেরেশতারা মানুষের রিযিক বণ্টন করে থাকে । এই রাত্রে নফল ইবাদত করা উত্তম এবং পরবর্তী দিনে রোযা রাখা উচিত । এই দিনের ফযীলত অশেষ ।

হাদীস শরীফে রাসূলে করীম (সাঃ) ফরমান-

طُوبَى لِمَنْ يَعْمَل فِى لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ خَيْرًا

উচ্চারণ ঃ তুবা লিমাই ইয়া’মাল্‌ ফী লাইলাতিন নিছফি মিন শা’বানা খাইরান ।

অর্থ : যারা শাবানের চাঁদের ১৫ তারিখে রাতে ইবাদাত করবে তাদের সৌভাগ্য এবং তাদের জন্য সন্তোষ ।

অন্য হাদীসে আছে-

مَنْ صَامَ يَوْمَ خَامِسَ عَشَرَ مِنْ شَعْبَانَ لَمْ تَمَسَّهُ النَّارُ أَيْضًا .

উচ্চারণ : মান ছামা ইয়ামা খামিসা ‘আশার মিন শা’বানা লাম তামাসসাহুন নারু আইদান ।

অর্থ : যে ব্যক্তি শাবান চাঁদের ১৫ রারিখ রোযা রাখবে দোযখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না ।

আরো পড়ুন:- ইতিকাফের নিয়ম | এতেকাফের গুরুত্ব ও ফজিলত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *