ইসলাম

জান্নাতের নাম | জাহান্নামের নাম

Share this

জাহান্নামের বিবরণ

যে সমস্ত লোক আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যেমন-কাফের মোশরেক, বেদ্বীন ও অন্যান্য গুনাহগারদের জন্য পরকালের হিসাবান্তে আল্লাহ যে নির্দিষ্ট জায়গা তৈরি করে রেখেছেন, তার নাম দোযখ বা জাহান্নাম । যেমন-

অর্থ : আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে । তারাই সৃষ্টির অধম । সূরা বায়্যিনাহ

দোযখের শাস্তির বর্ণনায় আল্লাহ তাআলা তাঁর কালামে পাকে এরশাদ করেন-

كُلَّمَا نُضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا

الْعَذَابَ .

অর্থ : দোযখের অগ্নিতে পুড়ে পাপীদের চামড়া যখন নিঃশেষ হয়ে যাবে, তখন আমি আবার তাদেরকে অন্য চামড়া প্রদান করব, যাতে তারা আযাবের স্বাদ গ্রহণ করতে

মুসলিম শরীফে বর্ণিত আছে- হযরত ছামুরা ইবনে জুন্দুব হতে বর্ণিত হয়েছে, হুযুর (সাঃ) বলেছেন, দোযখীদের কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত আর কারো গলা পর্যন্ত আগুনের লেলিহান শিখা প্রজ্জলিত হতে থাকবে।

তিরমিযী শরীফে হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে- দোযখের আগুন এক হাজার বৎসর জ্বালাবার পর তা সাদা রং ধারণ করেছে,

তৎপর পুনঃ এক হাজার বৎসর জ্বালাবার পর তা সাদা রং ধারণ করেছে, তৎপর পুনঃ এক হাজার বৎসর জ্বালাবার পর তা ভীষণ কাল রং ধারণ করেছে। বর্তমানে তা গভীর অন্ধকার অবস্থায় রয়েছে।

জান্নাতের বিবরণ

বেহেশতবাসীদের তাদের মনের বাসনা অনুযায়ী যখন ইচ্ছা চাইবে, তখনই তা তাদের সম্মুখে উপস্থিত হবে । যেমন : আল্লাহ তাআলার বাণী-

وَلَكُمْ فِيمَا مَا تَشْتَهى أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ .

অর্থ : সেখানে তোমাদের জন্যে আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে তোমরা দাবী কর ।

আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন-

অর্থঃ বেহেশতের ভিতর নির্মল স্বচ্ছ পানির নহর, অপরিবর্তনশীল স্বাদযুক্ত দুধের নহর, পানকারীদের জন্য অতি সুস্বাদু শরাবের নহর ও পরিশোধিত মধুর নহর রয়েছে।

আল্লাহ তাআলা বেহেশতের ভেতর যে সমস্ত নেয়ামত রেখেছেন, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নেয়ামত হল হুরগণ।

আল্লাহ পাক কোরআন শরীফে এরশাদ করেন-

فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنَّسٌ قَبْلَهُم وَلَا جَانٌّ .

অর্থঃ বেহেশতের ভিতর এইরূপ পরমা সুন্দরী রমণীগণ রয়েছে- যাদের নজর নিম্নমুখী, তাদেরকে তার পূর্বে কোন মানুষ বা জ্বিন স্পর্শ করে নি ।

আরো পড়ুন:- কুফরি কাকে বলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *