ইসলাম

দরূদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থসহ

Share this

দরূদ শরীফ

উচ্চারণ : আল্লাহুম্মা ছাল্লি ‘আলা মুহাম্মাদিওঁ ওয়া ‘আলা আলি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ । আল্লাহুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।

অর্থ : হে আল্লাহ! হযরত মুহাম্মাদ (সাঃ) ও তাঁর বংশধরগণের প্রতি অনুগ্রহ মহাশান্তি বর্ষণ কর, যেরূপ হযরত ইব্রাহীম (আঃ) ও তাঁর বংশধরগণের প্রতি করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ও সম্মানের অধিকারী।

হে আল্লাহ! মুহাম্মাদ (সাঃ) বংশধরগণের প্রতি বরকত দান কর, যেরূপ হযরত ইব্রাহীম (আঃ) ও তাঁর বংশধরগণের প্রতি বরকত দান করেছ, নিশ্চয়ই তুমি প্রশংসা ও সম্মানের অধিকারী ও তাঁর।

দ্রষ্টব্য : দুই, তিন কি চার রাকআত নামায পড়ার নিয়্যত করলে তা শেষ করে বসে একই বৈঠকে উপরোক্ত আত্তাহিয়্যাতু ও দরূদ পাঠ করতে হয় ।

আরো পড়ুন: দুরূদ শরীফ পড়ার ফযীলত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *