বিসমিল্লাহির রাহমানির রাহীম অর্থ এবং ফজিলত
Share this
বিসমিল্লাহ অর্থ কি
বিসমিল্লাহির রাহমানির রাহিম একটি আরবি বাক্য যাকে সংক্ষেপে বিসমিল্লাহ বলা হয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম এর বাংলা অর্থ হচ্ছে- “পরম করুণাময়, অসীম দয়াবান আল্লাহর নামে”।
বিসমিল্লাহির রাহমানির রাহীম এর ফজিলত
বর্ণনা করা আছে যে, যখন বিসমিল্লাহ নাযিল হল তখন এর ভয়ে পাহাড় কেঁপে উঠেছিল । আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাঃ) বর্ণনা করেছেন, যেই ব্যক্তি দোযখের দায়িত্বশীল উনিশজন ফেরেশতাগণের আযাব হতে নাজাত চায়, সে যেন বিমিল্লাহ পাঠ করে । কারণ বিসমিল্লাহ্ এর মাঝে উনিশটি হরফ আছে, এই উনিশটি হরফের বিনিময়ে একজন করে ফেরেশতার আযাব হতে মুক্তি পাবে।
জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করা হয়েছে যে, বিসমিল্লাহ যখন হযরত আদম (আঃ)-এর উপর নাযিল হয়েছিল, তখন আকাশের সম্পূর্ণ মেঘ পূর্ব দিকে চলে যায় এবং ঝড় হওয়া থেমে যায় । আর নদীর স্রোত বন্ধ হয়ে যায়, পশু বাধ্যগত হয়, শয়তানকে আসমান হতে বাহির করিয়া দেওয়া হয়।
মহান আল্লাহ্ রাব্বুল আলামীন বলেন, “আমার সম্মান ও মর্যাদার- কম, যে ব্যক্তি একনিষ্ঠ মনে যে কোন রকমের অসুখে আমার নাম নিবে আমি তাকে বরকত দান করিব।
উলামাগণ বলেছেন যে, যে-কোন সমস্যায় পড়লে দৈনিক ৭৮৬ বার বিসমিল্লাহ পাঠ করলে সমস্যা কেটে যাবে এবং মনের আশা-আকাঙক্ষাপূর্ণ হবে।
১৯ বার বিসমিল্লাহ পড়ার ফজিলত
ফজরের নামাযের পর যে ব্যক্তি যে-কোন সৎ উদ্দেশ্যে ১,৫০০ বার বিসমিল্লাহ্ পাঠ করলে তার সেই সৎ উদ্দেশ্য সফল হবে। রুযি বৃদ্ধির জন্য ফজরের নামাযের পরে নদীর কিনারাতে বসে ১২,০০০ বার ও মাগরিব নামাযের পরে ১২,০০০ বার বিস্মিল্লাহ পাঠ করবে।
এই আমলের আগে গোশত খাওয়া পরিত্যাগ করা জরুরী। বৃহস্পতিবার রোযা রেখে খোরমা দ্বারা ইফতার করবে। এরপর মাগরিব নামাযের পরে ১২১ বার বিসমিল্লাহ পাঠ করবে। অতঃপর ইশার নামাযের পর রোযার নিয়্যতে নিদ্রা যাবে, এর ফলে শাসকের সন্তোষ লাভ, সম্পদ বৃদ্ধি, পদ মর্যাদা লাভ হবে।
সকাল হয়ে গেলে অর্থাৎ শুক্রবারের ফজরের নামাযের পরে ১২১ বার বিস্মিল্লাহ পড়িবে। জাফরান গোলাপ পানি আম্বর দিয়ে নিচের নিয়মে বিসমিল্লাহ লিখবে। এই আমল যেই পুরুষ বা মহিলা করবে, সেই ব্যক্তি মানুষের দৃষ্টিতে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে এবং সকলের অন্তরে তার প্রতি সম্মান জাগিবে।
আলেমগণ বলেছেন ১০১ বার বিসমিল্লাহ লিখে ফসলের ক্ষেত বা বাগানে পুতে রাখলে সেই ক্ষেত বা বাগান সবুজ শ্যামল থাকিবে এবং প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হবে।
আরো পড়ুন:- সুন্নত অর্থ কি | সুন্নত কাকে বলে