শবে কদরের নামাজের নিয়ম ও দোয়া
Share this
রমযান মাসের মহা বরকতময় রাতকেই শবে কদর বলা হয়। অধিকাংশ বুযুর্গের মতে শুধু ২৭ শে রাতই নয়, রমজানের শেষ দশ দিনের বিজোড় রাত্রির যে কোন এক রাত্রিই কদরের রাত্রি । হযরত নবী করীম (সাঃ) ফরমান “তোমরা রমজান মাসে শেষ দশ দিনের মধ্যে কদরের রাত্রি অনুসন্ধান কর।”
কালামে মজীদে আল্লাহ পাক ফরমান :
ليلة القدر خير من الف شهرٍ
উচ্চারণ : লাইলাতুল ক্বাদরি খাইরুম মিন আলফি শাহর ।
অর্থ : শবে কদর হাজার মাস হতে উত্তম । হাদীস শরীফে বর্ণিত আছে ।
অর্থ : ছাহাবী জাবের ইবনে আবদুল্লাহ বলেন, আমাকে রাসূল (সাঃ) বলেছেনঃ “যারা দৃঢ় বিশ্বাসের সাথে পূণ্য লাভের আশায় শবে কদরে ইবাদত করেছে, নিশ্চয়ই তাদের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে
শবে কদরের দোয়া
উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ।
শবে কদরের নামাযের নিয়ত
শবে কদরের নামাজের নিয়ত শবে বরাতের নামাযের নিয়তের অনুরূপ। শুধু লাইলাতুল বরাতের স্থলে ‘লাইলাতুল কদর’ বললেই হবে ।
ছালাতুত্তাসবীহ (তাসবীহের) নামাজ
এই নামাযের ফযীলত বর্ণনা করে শেষ করা যায় না। হাদীসে বর্ণিত হয়েছে, এই নামায সম্ভব হলে প্রতিদিন একবার আদায় করা।
এর কোন নির্দিষ্ট সময় নেই। হারাম ওয়াক্ত বাদ দিয়ে দিবা রাত্রির যে কোন সময় আদায় করা যায়। এই নামায এক সালামে চার রাকআত। অবশ্য দুই রাকআত পড়ে বসে তাশাহহুদ পড়তে হয়।
একটি বিশেষ তাসবীহ এই নামাযের তিনশ বার পড়া হয় বলে একে ছালাতুত্তাসবীহ নামায বলা হয় । তাসবীহটি এই-
উচ্চারণ : সুবহানাল্লহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
আরো পড়ুন:- শবে বরাতের নামাজের নিয়ম