নামাজ

আওয়াবিন নামাজের নিয়ত নিয়ম এবং ফজিলত

Share this

আওয়াবিন : মাগরিবের ফরজ এবং সুন্নত পড়ার পর কমপক্ষে ছয় রাকাত এবং উর্ধে বিশ রাকাত নফল নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। পরিভাষায় একে আওয়াবিন নামাজ বলে । এতে অন্য নামাজের মতই নিয়্যত করবে।

আওয়াবীন নামাযের ওয়াক্ত মাগরিবের নামাযের ওয়াক্ত এক। মাগরিবের ফরজ ও সুন্নাত আদায় করে আওয়াবীন পড়তে হয়। এই নামায সুন্নতে গায়রে মোয়াক্কাদা মতে এই নামায নফল ।

আওয়াবিনের নামাজ কত রাকাত

আওয়াবিন নামাজ ছয় থেকে বিশ রাকআত। এ নামাযও দুই দুই রাকআত পড়তে হয় । আওয়াবীনের নামাযের ফযীলত অনেক । এই নামায যে ব্যক্তি রীতিমত আদায় করে। প্রতি দিনে সে বার বৎসর ইবাদতের সওয়াব পায়।

আওয়াবিন নামাজের নিয়ত

আওয়াবীন নামাযের নিয়্যত অন্যান্য নামাযের অনুরূপ। শুধু ‘ছালাতিল আওয়াবীন এইটুকু পরিবর্তন করে পড়তে হবে। এই নামাযও অন্যান্য নামাযের ন্যায় কোন সূরা বা কেরআত নির্ধারিত নাই ।

আরো পড়ুন:- চাশত নামাজের সময়, নিয়ম ও নিয়ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *