ইসলাম

আল্লাহর আরশের বর্ণনা | আরশের মেহেমান করেছেন

Share this

আল্লাহর আরশের ছায়ায়

কেয়ামতের কঠিন বিচারের দিন যখন মানুষ শত বিপদের মাঝে হায়! হায়! করতে থাকবে, তখন একদল সৌভাগ্যবানকে আল্লাহ পাক আরশের নীচে ছায়া দান করবেন তারা হলেন-

১। নির্জনে আল্লাহর ভয়ে ক্রন্দণকারী, যে মহাজন তার পাওনাদারকে সময় দেয় বা পাওনা মাফ করে দেয়, যে আল্লাহর রাস্তায় জেহাদকারীকে সাহায্য ও উৎসাহ দান করে, যে ব্যবসা-বাণিজ্যে সত্যবাদী, যারা ন্যায়বিচারক, যৌবনে আল্লাহর ইবাদতকারী, সর্বদা মসজিদের প্রতি আকৃষ্ট ব্যক্তি, আল্লাহকে ভয় করে সুযোগ সামর্থ থাকা সত্ত্বেও যেনা ত্যাগকারী ।

২। যে হালাল ব্যতীত হারামের প্রতি দৃষ্টি দেয় না এবং সুদ খায় না, ঘুষ খায় না, যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ ও ব্যথাতুরের ব্যথা দূর করে।

৩। ক্ষুধার্ত ব্যক্তিকে যে আহার দেয়, বিধবার খেদমতকারও, নিজের জন্য যা ভাল- বাসে অপরের জন্য একই জিনিস ভালবাসে, সর্বদা মনে প্রাণে মানুষের উপকারে নিয়োজিত, সেলায়ে রেহেমী করে অর্থাৎ আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, যে বিধবা ছোট ছোট ছেলেমেয়ে রেখে পুনরায় বিবাহ বসে না, যে ভালো খাবারের ব্যবস্থা করে তাতে কোন এতীমকে ডেকে শামিল করে, যে প্রতি মুহূর্তে আল্লাহকে সাথী মনে করে।

৪ । যে ইমামের প্রতি মোক্তাদীগণ সন্তুষ্ট, যে ঈমানদার মুয়াজ্জিন, বেকার, অক্ষম ও অনভিজ্ঞ ব্যক্তিকে সাহায্য করে, যে পিতা-মাতার অবাধ্য হয় না, যে অধিক পরিমাণে “লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ” যিকির করে ।

৫। যে রাসূল (সাঃ) এর কোন সুন্নাহকে পুনরায় জীবিত করে, রাসূলুল্লাহ (সাঃ) এর উপর বেশি বেশি দরূদ পাঠ করে, মুসলমানদের যে সব ছেলেমেয়ে শিশুকালে মারা যায়, যে রোগী সেবা শুশ্রূষা করে, যে জানাযায় গমন করে, যে মানুষকে নেক কাজের নির্দেশ দেয়, পাপের কাজ হতে বিরত রাখে এবং আল্লাহর পথে আহ্বান করে, জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং শহীদ হয় ।

আরো পড়ুন:- আল্লাহ তায়ালার পরিচয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *