তাশাহুদ বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ সহ
Share this
তাশাহুদ:- তাশাহহুদ বা আত-তাহিয়াতু অর্থ ”শুভেচ্ছা, অভিবাদন বা শ্রদ্ধা”। এটি হলো নামাজের একটি অংশ, এর প্রথম অংশে আল্লাহর উদ্দেশে তাসবিহ পড়া হয় এবং দ্বিতীয় অংশে রাসুলের উদ্দেশ্যে দুরুদে ইব্রাহিম পড়া হয়।
তাশাহুদ বাংলা উচ্চারণ- আত্তাহিয়্যাতু লিল্লাহি অচ্ছালাতওয়াতু অত্তাইয়্যিবাতু আচ্ছালামু আলাইকা আইয়ুহান্নাবিয়্যু অরাহমাতুল্লাহি অবারাকাতুহু। আচ্ছালামু আলাইনা অআলা ইবাদিল্লাহি চ্ছালিহীন। আশহাদু আল্লা ইলাহা আল্লাল্লাহু অ-আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ।
তাশাহুদ বাংলা অর্থ- সমুদয় মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট । হে নবী! আপনার প্রতি শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক, আল্লাহর নেক বান্দাগণের প্রতি তাঁর বরকত কল্যাণ বর্ষিত হোক। আমি সাক্ষ্যদান করতেছি যে, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই এবং হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁর বান্দা ও প্রেরিত রাসূল ।
দ্রষ্টব্য : তিন কি চার রাকআত নামাজ পড়ার নিয়্যত করলে প্রথমে দুই রাকআত পাঠান্তে বৈঠক অবস্থায় আত্তাহিয়্যাতু পড়তে হবে ।
আরো পড়ুন:- জুমার নামাজের নিয়ত