মহিলাদের নামাজের নিয়ম
Share this
পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য
তাকবীর: পুরুষেরা তাকবীরের জন্য কান পর্যন্ত তাদের উভয় হাত উঠানো ও মহিলারা তাদের কাধ পর্যন্ত হাত উঠানো সুন্নাত।
দাড়ানো: পুরুষেরা তাকবীরের পর তাদের বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে দু হাত বাধবে এবং মহিলারা তাদের বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপর হাত বাধবে।
রুকূ: পুরুষেরা রুকূ করার সময় তাদের হাতের আঙ্গুল হাটুর উপর সামান্য পরিমান ফাকা করে রাখবে, মহিলাদের ক্ষেত্রে তাদের আঙ্গুলগুলো ফাকা রাখবে না।
সিজদা: সিজদার সময় পুরুষদের পেট হাটু থেকে পৃথক থাকবে এবং উভয় হাত কবজি থেকে কনুই পর্যন্ত মাটি থেকে পৃথক থাকবে এবং মহিলাদের ক্ষেত্রে তাদের পেট হাটুর সাথে মিলিয়ে থাকবে এবং তাদের উভয় হাতের কনুই মাটির উপর সমানভাবে রেখে শরীরের সাথে মিশিয়ে রাখবে।
বৈঠক: নামাজের বৈঠকের সময় পুরুষে বাম পা মাটিতে বিছিয়ে তার উপর বসবে, এবং ডান পায়ের পাতা খাড়া রেখে আঙ্গুলগুলো কেবলামুখী রাখবে। মহিলারা তাদের দুপ ডান পার্শে রেখে বাম পার্শ্বে বসবে।
আরো পড়ুন: তাহাজ্জুদের নামাজের নিয়ম