দোয়া

রোগীর জন্য দোয়া

Share this

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে গেলে তাকে বলতেন-

لاَبَأسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ-

উচ্চারণ ঃ লা বা’সা ত্বাহুরুন ইন্‌শা আল্লাহ্

অর্থ : কিছুনা, ইনশাআল্লাহ তা’য়ালা আরোগ্য লাভ করবে। (বোখারী

ফতহুলবারী)

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কেউ কোনো রোগীকে দেখতে গেলে তার মৃত্যু আসন্ন না হলে তার সম্মুখে সে এই দোয়া সাতবার পাঠ করবে-

أَسْأَلُ اللهَ الْعَظِيمَ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشفِيَكَ –

উচ্চারণ : আআলুল্লাহাল ‘আযীমা রাব্বাল আরশীল ‘আযীমি আইয়্যাফীকা ।

তোমার রোগ মুক্তির জন্য আরশে আধিকা অর্থ : আমি তোমার রোগ মুক্তির জন্য আরশে আযীমের মহান প্রভু আল্লাহ তা’য়ালার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এর ফলে আল্লাহ তা’য়ালা তাকে (মৃত্যু আসন্ন না হলে) নিরাময় করবেন । (সাত বার বলবে)

আরো পড়ুন:- গুনাহ মাফের দোয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *