সালাতুত তাসবিহ নামাজ আদায়ের নিয়ম
Share this
চার রাকআতের নিয়ত বেঁধে ছানা পড়ে ১৫ বার, সূরা ফাতিয়া ও অন্য সূরা পড়ার পর রুকূতে যাবার পূর্বে উল্লিখিত তাসবীহ দশ বার, রুকুতে গিয়ে রুকুর তাসবীহ পড়ে দশবার, রুকু হতে দাঁড়িয়ে দশ বার,
সেজদায় নির্দিষ্ট তাসবীহর পরে দশ বার, প্রথম সেজদার পরে বসে দশ বার, দ্বিতীয় সেজদার তাসবীহের পরে দশ বার ।
প্রথম রাকঅ- াতে মোট ১৫+১০+১০+১০+১০+১০+১০=৭৫ বার। অতঃপর দ্বিতীয় রাকআতের জন্য দাঁড়িয়ে প্রথমে ১৫ বার পাঠ করে উপরের নিয়মে পর্যায়ক্রমে আদায় করবে। এই- ভাবে প্রতি রাকআতে পঁচাত্তর বার করে চার রাকআতে মোট তিনশ’ বার উল্লিখিত তাসবীহ আদায় করবে।
সালাতুত তাসবীহ নামাজের নিয়ত
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকআতি ছাল-সালাতুত তাসবীহ সুন্নাতা রাসূলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
আরো পড়ুন:- আওয়াবিন নামাজের নিয়ত নিয়ম এবং ফজিলত